ইয়েদুরাপ্পার শপথগ্রহণের পর টুইটারে উদয় রাহুলের, খোঁচা বিজেপিকে
সাতসকালেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইয়েদুরাপ্পা।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ফলপ্রকাশের পর থেকে প্রকাশ্যে আসেননি রাহুল গান্ধী। আরও একটি রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর টুইটারে কংগ্রেস কর্মীদের মনোবল বাড়িয়েছিলেন দলের সভাপতি।বৃহস্পতিবার ইয়েদুরাপ্পার শপথগ্রহণের পর সেই টুইটারেই গর্জে উঠলেন সনিয়া তনয়। অভিযোগ করলেন, দেশের সংবিধানকে নিয়ে তামাশা করছে বিজেপি।
টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ''কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে সরকার গঠনে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। সংবিধানকে নিয়ে তামাশা করছে তারা। সকালে যখন ফাঁপা জয়ের উজ্জাপন করছে বিজেপি, তখন সংবিধানের পরাজয়ে শোকাহত গোটা দেশ।''
The BJP’s irrational insistence that it will form a Govt. in Karnataka, even though it clearly doesn’t have the numbers, is to make a mockery of our Constitution.
This morning, while the BJP celebrates its hollow victory, India will mourn the defeat of democracy.
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2018
এদিন ইয়েদুরাপ্পার শপথগ্রহণের পরই কর্ণাটক বিধানসভা চত্বরে গান্ধীমূর্তির নীচে বিক্ষোভ অবস্থানে বসে কংগ্রেস। বিক্ষোভে সামিল হয়েছেন মল্লিকার্জুন খাড়গে, অশোক গেহলট, কেসি বেণুগোপাল ও সিদ্দারামাইয়া। এদিন সকাল ৯টা নাগাদ রাজভবনে শপথবাক্য পাঠ করেন বিএস ইয়েদুরাপ্পা।
#UpdateVisuals from Bengaluru: Congress holds protest at Mahatma Gandhi's statue in Vidhan Soudha, against BS Yeddyurappa's swearing in as CM of #Karnataka. GN Azad, Ashok Gehlot, Mallikarjun Kharge, KC Venugopal and Siddaramaiah present. pic.twitter.com/asDWeGJTpD
— ANI (@ANI) May 17, 2018
Bengaluru: Congress holds protest at Mahatma Gandhi's statue in Vidhan Soudha, against BS Yeddyurappa's swearing in as CM of #Karnataka. GN Azad, Ashok Gehlot, Mallikarjun Kharge, KC Venugopal and Siddaramaiah present. pic.twitter.com/16BYIQfJ9D
— ANI (@ANI) May 17, 2018
তার আগে মধ্যরাতে কংগ্রেসের আর্জি মেনে ইয়েদুরাপ্পার শপথগ্রহণে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ।
আরও পড়ুন- বিজেপির থেকে বেশি ভোট পেয়েও কর্ণাটকে ভরাডুবি কংগ্রেসের