ভোটের মুখে জোর ধাক্কা, তামিলনাড়ুতে AIADMK-BJP জোট ছাড়ল অন্যতম শরিক

আগামী ৬ এপ্রিল একটিমাত্র দফায় ভোটগ্রহণ করা হবে তামিলনাড়ুতে। ভোট গণনা হবে ২ মে। 

Updated By: Mar 9, 2021, 03:46 PM IST
ভোটের মুখে জোর ধাক্কা, তামিলনাড়ুতে AIADMK-BJP জোট ছাড়ল অন্যতম শরিক

নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে তামিলনাড়ুতে ধাক্কা খেল এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট। আচমকাই জোট থেকে বেরিয়ে গেল Desiya Murpokku Dravida Kazhagam (DMDK)।

আরও পড়ুন-চলতি সপ্তাহেই ফের ২ দিনের রাজ্য সফরে শাহ

দলের এক নেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এবার বিধানসভা নির্বাচনে(Tamil Nadu Assembly Election 2021) DMDK যেসব আসন চেয়েছিল তা তাদের দেওয়া হয়নি। এদের দলের প্রবল ক্ষতি হবে।  রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা, এর ফলে ভোটে খানিকটা হলেও ধাক্কা খাবে জোট।

তামিলনাড়ু(Tamil Nadu) সফরে এসে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন  অমিত শাহ(Amit Shah)। কন্যাকুমারী  জেলার সুচিন্দ্রম থেকে শুরু করেছেন বিজেপির 'ঘর ঘর প্রচার অভিযান'। ভোটারদের আশ্বাস দেওয়ার চেষ্টা করছন, এবার ক্ষমতায় আসছে AIADMK-BJP জোটই।

আরও পড়ুন-WB Assembly Election 2021 LIVE: ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রাম, আজ থেকে প্রচার শুরু Mamataর

আগামী ৬ এপ্রিল একটিমাত্র দফায় ভোটগ্রহণ করা হবে তামিলনাড়ুতে। রাজ্যের মোট ২৩৪ আসনে ভোট গণনা হবে ২ মে। 

এদিকে, কংগ্রেস ও অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতা করে ফেলেছে ডিএমকে। তাদের জোটে রয়েছে কংগ্রেস, সিপিআই, সিপিএম(CPIM), এমডিএমকে, ভিসিকে, আইইউএমএল ও এমএমকে।

.