চরমে বিতণ্ডা, ভাঙনের মুখে বিজেপি - শিবসেনা জোট
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে চরমে পৌঁছল এনডিএর ঘরোয়া কোন্দল। জোট নিয়ে এবার মুখের ওপর জবাব দিয়ে দিল শিবসেনা। তাদের স্পষ্ট কথা, 'পোষালে থাকো, না পোষালে ছাড়ো'।
মহারাষ্ট্রের এনডিএ সরকারের তিন বছর পূর্তিতে কড়া বার্তা দিল শিবসেনা। মঙ্গলবার শিবসেনার মুখপত্র সামনায় 'পোষালে থাকো, না-পোষালে ছাড়ো' শীর্ষক একটি প্রতিবেদনে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের তুমুল সমালোচনা করা হয়েছে। এমনকী বিজেপিকেই মূল প্রতিপক্ষ বলে উল্লেখ করেছে শিবসেনা।
আরও পড়ুন- সেক্সে আপত্তি, স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী
সম্প্রতি জোট নিয়ে টানাপোড়েনের মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলেন, উদ্ধব ঠাকরেকে সিদ্ধান্ত নিতে হবে তিনি জোটে থাকবেন কি না। একই সঙ্গে কোনও দল শাসক ও বিরোধী আসনে একসঙ্গে থাকতে পারে না।
জবাবে এদিন পুণায় এক জনসভায় শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, সরকারটা বিজেপির, শিবসেনা শরিক মাত্র। একই সঙ্গে এদিন ফের রাহুল গান্ধীর প্রশংসা করেন তিনি। সব মিলিয়ে সেনা-বিজেপির জোট ফের একবার ভাঙনের মুখে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।