হেরাল্ড জমি কেলেঙ্কারিতে কংগ্রেসকে নিশানা স্বামীর
কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে তোপ দাগলেন জনতা পার্টি সুপ্রিমো সুব্রহ্মণ্যম স্বামী। এবার হেরাল্ড জমি কেলেঙ্কারি ইস্যুতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং সাধারণ সম্পাদক রাহুল গান্ধির বিরুদ্ধে বিশেষ তদন্তের দাবি তুললেন তিনি।
কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে তোপ দাগলেন জনতা পার্টি সুপ্রিমো সুব্রহ্মণ্যম স্বামী। এবার হেরাল্ড জমি কেলেঙ্কারি ইস্যুতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং সাধারণ সম্পাদক রাহুল গান্ধির বিরুদ্ধে বিশেষ তদন্তের দাবি তুললেন তিনি।
হেরাল্ড জমি কেলেঙ্কারি নিয়ে কিছুদিন আগেই দুর্নীতির অভিযোগ এনেছিলেন জনতা পার্টি সুপ্রিমো। তাঁর অভিযোগ ছিল, অ্যাসোসিয়েড জার্নাল নামের একটি সংবাদপত্রের জন্য কম দামে জমি বরাদ্দ করেছিল তত্কালীন অর্জুন সিং সরকার। কিন্তু, সংবাদপত্র দফতরের বদলে শপিং মল তৈরির জন্য ওই জমি ব্যবহার করা হয়। গোটা বিষয়টির পিছনে মদত ছিল সোনিয়া ও রাহুল গান্ধির। এনিয়ে শোরগোল শুরু হওয়ার পর বিতর্কিত জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।