১৮ বছরের কমবয়সি কাউকে অ্যাসিড বিক্রি করা যাবে না: সুপ্রিম কোর্ট

অ্যাসিড হামলা বেড়ে যাওয়ার পর মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় অ্যাসিড বিক্রি নিয়ে শীর্ষ আদালত তার রায়ে জানায়, অ্যাসিড বিক্রির অনুমোদন থাকলে একটি রেজিস্টার রাখতে হবে। সেখানে ক্রেতার পরিচয়পত্র দেখে ঠিকানা লিখে রাখতে হবে। ১৮ বছরের কমবয়সি কাউকে অ্যাসিড বিক্রি করা যাবে না। কত অ্যাসিড রয়েছে, তা  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে রাখতে হবে বিক্রেতাকে। না জানালে, তা বাজেয়াপ্ত করে বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। (লক্ষাধিক টাকা হাতাতে বাবার গলা নকল করে ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন উদয়নের, রয়েছে ১১০টি ফেসবুক আক্যাউন্ট)

Updated By: Feb 9, 2017, 09:39 AM IST
১৮ বছরের কমবয়সি কাউকে অ্যাসিড বিক্রি করা যাবে না: সুপ্রিম কোর্ট

ব্যুরো: অ্যাসিড হামলা বেড়ে যাওয়ার পর মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় অ্যাসিড বিক্রি নিয়ে শীর্ষ আদালত তার রায়ে জানায়, অ্যাসিড বিক্রির অনুমোদন থাকলে একটি রেজিস্টার রাখতে হবে। সেখানে ক্রেতার পরিচয়পত্র দেখে ঠিকানা লিখে রাখতে হবে। ১৮ বছরের কমবয়সি কাউকে অ্যাসিড বিক্রি করা যাবে না। কত অ্যাসিড রয়েছে, তা  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে রাখতে হবে বিক্রেতাকে। না জানালে, তা বাজেয়াপ্ত করে বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। (লক্ষাধিক টাকা হাতাতে বাবার গলা নকল করে ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন উদয়নের, রয়েছে ১১০টি ফেসবুক আক্যাউন্ট)

 

 

.