আধার মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ শুক্রবার
গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্থির করা হয় আধার নিয়ে শুনানির জন্য গঠন করা হবে একটি সাংবিধানিক বেঞ্চ। সেই বেঞ্চের সঙ্গে আলোচনার পরই শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ শোনাবে দেশের শীর্ষ আদালত।
নিজস্ব প্রতিবেদন : আধার মামলায় শুক্রবার সকালে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে চলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। এদিন পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা নির্দেশাকারে জানানো হবে শুক্রবার।
আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল সংযুক্তিকরণের সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের হয়েছে আদালতে। আবেদনকারীদের দাবি, দেশের প্রত্যেক নাগরিকের হাতে এখনও আধার কার্ড পৌঁছয়নি। তাই এখনই এই সংযুক্তিকরণের পথে যাওয়া অযৌক্তিক।
গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্থির করা হয় আধার নিয়ে শুনানির জন্য গঠন করা হবে একটি সাংবিধানিক বেঞ্চ। সেই বেঞ্চের সঙ্গে আলোচনার পরই শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ শোনাবে দেশের শীর্ষ আদালত।
আরও পড়়ুন- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা পিছল
প্রথম থেকেই আধার ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। দেশে কালো টাকা ও দুর্নীতি রুখতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর সংযুক্তিকরণের কথা বলা হয়েছে তাদের তরফে।
এদিকে, কেন্দ্রের পক্ষ থেকে বুধবারই আধার সংযুক্তিকরণের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে, সমস্যা দাঁড়িয়েছে এই নিয়ে তিনবারের জন্য পাল্টানো হল সময়সীমা। প্রথমে ঘোষণা করা হয়েছিল চলতি বছরের জুন মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত করতে হবে আধার। পরে চাপে পড়ে সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত হয়। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। ফলে এবার অনির্দিষ্টকালের জন্য সেই সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
বার বার এই সময় বদলের ফলে, এব্যাপারে কেন্দ্রের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, আধার নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক না করেই মাঠে নেমে পড়েছে মোদী সরকার। যদিও কেন্দ্রের মত, এত বিপুল জনসংখ্যার দেশে এই ধরনের কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ধার্য না করা হলে, তা সফল হওয়া সম্ভব নয়।