ধর্ষণের মামলায় কোনও রফা হতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট

ধর্ষণের মামলায় কোনও রফা হতে পারে না। বিয়ে বা অন্য কোনও রফাসূত্রে রাজি হলেও নয়। এমন কথা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি মধ্যপ্রদেশের নিম্ন আদালত ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে, নির্যাতিতাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সম্মত হলে অভিযুক্তকে বেকসুর খালাস করার নির্দেশ দেয় মধ্যপ্রদেশের নিম্ন আদালত।

Updated By: Jul 1, 2015, 06:28 PM IST
ধর্ষণের মামলায় কোনও রফা হতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: ধর্ষণের মামলায় কোনও রফা হতে পারে না। বিয়ে বা অন্য কোনও রফাসূত্রে রাজি হলেও নয়। এমন কথা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি মধ্যপ্রদেশের নিম্ন আদালত ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে, নির্যাতিতাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সম্মত হলে অভিযুক্তকে বেকসুর খালাস করার নির্দেশ দেয় মধ্যপ্রদেশের নিম্ন আদালত।

এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মধ্যপ্রদেশ সরকার। সেই মামলার শুনানি চলাকালীন আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ধর্ষণের মামলার ক্ষেত্রে আদালত নরম মনোভাব দেখাতে পারে না। ধর্ষণের মামলায় কোনও রফা হতে পারে না। বিয়ে বা অন্য কোনও রফাসূত্রে রাজি হলেও নয়।

.