সাত পুরসভায় ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখার নির্দেশ শীর্ষ আদালতের, সুপ্রিম কোর্টে অনুপস্থিত কমিশন

সাত পুরসভায় ভোটগ্রহণ আপাতত স্থগিত। স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের। ২৫ মে পরবর্তী শুনানি। জুনেই কেন ভোট? রাজ্য নির্বাচন কমিশনকে ওই দিন তা শীর্ষ আদালতকে জানাতে হবে।

Updated By: May 19, 2015, 06:21 PM IST

ওয়েব ডেস্ক: সাত পুরসভায় ভোটগ্রহণ আপাতত স্থগিত। স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২৫ মে পরবর্তী শুনানি। জুনেই কেন ভোট? রাজ্য নির্বাচন কমিশনকে ওই দিন তা শীর্ষ আদালতকে জানাতে হবে।

হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সোমবারই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। আর্জি, পুরসভাগুলিকে মিলিয়ে দিয়ে পুরনিগম গঠনের আগে ভোট নয়। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সওয়াল শুরু করেন।

কপিল সিব্বল বলেন, পুরসভাগুলির পুনর্গঠনের কাজ চলছে। সেটা ১৫ জুনের মধ্যে শেষ হবে। তারপর যে কোনও দিন ভোট হলে কোনও আপত্তি নেই।

বিচারপতি প্রশ্ন আপনারা সময় চাইছেন কেন?

কপিল সিব্বল : আমরা তো বলেইছি ভোট হোক। কিন্তু আমাদের সামান্য সময় দরকার।

রাজ্যের বক্তব্য শোনার পরই কমিশনের মতামত জানতে চান বিচারপতি।

বিচারপতি :
রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী কে আছেন?.

যেহেতু রাজ্য নির্বাচন কমিশন এই মামলার পক্ষ, তাই তাদের বক্তব্য জানতে হবে। সেজন্য তাদের নোটিশ জারি করা হচ্ছে। ২৫ মে মামলার পরবর্তী শুননি। ততদিন স্থিতাবস্থা বজায় থাকবে।

২৫ মে পর্যন্ত স্থিতাবস্থা। ২৫ মে-র পর যদি ভোটের বিজ্ঞপ্তি জারিও হয়, তাহলেও জুনে ভোট হওয়া প্রায় অসম্ভব। এমনটাই মনে করছেন পুর দফতরের কর্তারা। একই মত কমিশনের কর্তাদেরও।

 

.