গুজরাত দাঙ্গায় দোষী সাব্যস্ত ১৭ জনকে জামিন সুপ্রিম কোর্টের, ঢোকার ছাড়পত্র পেল না মোদীর রাজ্য়ে

২০০২ সালে গুজরাট হিংসায় সর্দারপুর গ্রামে ৩৩ জন মুসলিমের মৃত্যু হয়। ওই বছর ২৭ ফেব্রুয়ারিতে গোধরার সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের পর উত্তাল হয়ে ওঠে গুজরাট

Updated By: Jan 28, 2020, 02:13 PM IST
গুজরাত দাঙ্গায় দোষী সাব্যস্ত ১৭ জনকে জামিন সুপ্রিম কোর্টের, ঢোকার ছাড়পত্র পেল না মোদীর রাজ্য়ে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  ২০০২ সালে গুজরাট হিংসা মামলায় দোষী সাব্যস্ত ১৭ জনকে শর্তসাপেক্ষ জামিন দিল সুপ্রিম কোর্ট। শর্ত হিসাবে দোষীরা  গুজরাটে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। তবে, ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য মধ্য প্রদেশের জব্বলপুর এবং ইনদওরের জেলা আইনি কর্তৃপক্ষকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।

২০০২ সালে গুজরাট হিংসায় সর্দারপুর গ্রামে ৩৩ জন মুসলিমের মৃত্যু হয়। ওই বছর ২৭ ফেব্রুয়ারিতে গোধরার সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের পর উত্তাল হয়ে ওঠে গুজরাট। ৫৬ জন করসেবক দগ্ধ হন। পরবর্তী সময়ে গুজরাটের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। তিন দিনে মৃত্য়ু হয় এক হাজার মানুষের। যার মধ্যেই অধিকাংশই মুসলিম।

আরও পড়ুন- CAA বিরোধী স্লোগান দিয়ে বেধড়ক মার পড়ুয়াকে, ত্রাতা হয়ে প্রাণ বাঁচালেন অমিত শাহ

গুজরাত হিংসার সময় সে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ‘রাজধর্ম’ পালনের নির্দেশ দিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তবে, সে হিংসা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তত্কালীন মোদী সরকার।   

.