আদালত অবমাননার দায়ে বিচারপতি CS কারনানকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট

আদালত অবমাননার দায়ে বিচারপতি CS কারনান কে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট । তাঁর ছ-মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রথম দেশে কোনও কর্মরত বিচারপতিকে জেলে যেতে হচ্ছে। জেলযাত্রা আটকাতে শীর্ষ আদালতে আর্জি জানানই বিচারপতি কারনানের সামনে একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিচারপতি কারনানকে আগেই কলকাতা হাইকোর্টের বিচার ও প্রশাসনিক কাজ থেকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট ।

Updated By: May 9, 2017, 12:17 PM IST
আদালত অবমাননার দায়ে বিচারপতি CS কারনানকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: আদালত অবমাননার দায়ে বিচারপতি CS কারনান কে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট । তাঁর ছ-মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রথম দেশে কোনও কর্মরত বিচারপতিকে জেলে যেতে হচ্ছে। জেলযাত্রা আটকাতে শীর্ষ আদালতে আর্জি জানানই বিচারপতি কারনানের সামনে একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিচারপতি কারনানকে আগেই কলকাতা হাইকোর্টের বিচার ও প্রশাসনিক কাজ থেকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট ।

আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর ১৫৭তম জন্মদিবস

.