থারুর ও সুনন্দার টানাপোড়েনে ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিন, দাবি মেহের তারারের

সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যের দ্রুত নিস্পত্তি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের কাছে আবেদন জানালেন শশী থারুর। তদন্তে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। থারুরের অভিযোগ, তাঁর স্ত্রীর মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে ভয়ঙ্কর সব জল্পনা চলছে। তাই দ্রুত সত্য সামনে আসা উচিত।

Updated By: Jan 19, 2014, 08:19 PM IST

সুনন্দা পুষ্করের মৃত্যুতে নাম জড়িয়েছে পাক সাংবাদিক মেহের তারারের। মেহেরের অবশ্য অভিযোগ, ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তাঁর দাবি, শশী থারুর ও সুনন্দার টানাপোড়েনে তাঁর কোনও ভূমিকাই নেই। পাক চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে মেহের জানান, শশী থারুরের সঙ্গে মাত্র দুবার দেখা হয়েছিল তাঁর। গত এপ্রিলে দিল্লিতে একবার। তারপর ফের জুলাই মাসে দুবাইয়ে। প্রতিবারই বহুমানুষের সামনেই সেই সাক্ষাত্‍ হয়েছিল। শশী থারুরকে নিয়ে টুইটার বিতর্কেই নাম উঠে এসছিল মেহের তারারের। শুক্রবার রাতে সুনন্দার মৃত্যুর পরই নিজের টুইটার অ্যাকাউন্টের ছবিও বলে ফেলেছেন তারার। সুনন্দার স্মরণে জ্বলন্ত মোমবাতির ছবি দিয়েছেন টুইটারে।

সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যের দ্রুত নিস্পত্তি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের কাছে আবেদন জানালেন শশী থারুর। তদন্তে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। থারুরের অভিযোগ, তাঁর স্ত্রীর মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে ভয়ঙ্কর সব জল্পনা চলছে। তাই দ্রুত সত্য সামনে আসা উচিত।

সোমবার সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যু নিয়ে থারুরকে জিজ্ঞাসাবাদ করবে দিল্লির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। গতকাল সুনন্দার অন্তেষ্ঠি সেরে আজ হরিদ্বার যান কেন্দ্রীয় মন্ত্রী থারুর। সোমবারই সুনন্দার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসডিএমের কাছে জমা দেবে এইমস কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ নিয়ে এখনই চূড়ান্তভাবে কিছু না বললেও হঠাত্ইম সুনন্দার অস্বাভাবিক মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিত্সওকেরা। দেহে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। এদিকে সুনন্দা পুষ্করের মৃত্যুতে নিজের নাম জড়ানোয় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পাক সাংবাদির মেহের তারার। তাঁর দাবি, শশী থারুর ও সুনন্দার টানাপোড়েনে তাঁর কোনও ভূমিকা নেই।

সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্যে নয়া মোড়। বৃহস্পতিবার রাতে শেষবার সুনন্দা ফোন করেছিলেন সাংবাদিক নলিনী সিংকে। পাক সাংবাদিক মেহের তারারের সঙ্গে শশীর সম্পর্ক নিয়ে খুব অবসন্ন ছিল সুনন্দা। কথা বলার সময় নিজের অসহায়তাও চেপে রাখেননি সুনন্দা। এমনটাই দাবি করেছেন সুনন্দার বন্ধু তথা সাংবাদিক নলিনী সিং। সেকথা ২৪ ঘণ্টাকে টেলিফোনে জানিয়েছেন নলিনী।

.