আত্মবিশ্বাসী না হওয়ার পরামর্শ আদবাণীর
লোকসভা ভোটে জয়ের বিষয়ে `ওভার কনফিডেন্স` না রাখাই ভাল বিজেপির। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানীর গলায় সাবধান বাণী শোনা গেল দলের জাতীয় উপেদেষ্টা মণ্ডলীর সমাবেশে। ২০০৪ সালে বিজেপির পরাজয়ের কথাও মনে করিয়ে দেন তিনি। সেইসঙ্গে নির্বাচনের আগে, প্রচার পর্বে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহে কোনও খামতি যেন থাকে, সে কথাও বলেছেন লৌহপুরুষ।
লোকসভা ভোটে জয়ের বিষয়ে `ওভার কনফিডেন্স` না রাখাই ভাল বিজেপির। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানীর গলায় সাবধান বাণী শোনা গেল দলের জাতীয় উপেদেষ্টা মণ্ডলীর সমাবেশে। ২০০৪ সালে বিজেপির পরাজয়ের কথাও মনে করিয়ে দেন তিনি। সেইসঙ্গে নির্বাচনের আগে, প্রচার পর্বে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহে কোনও খামতি যেন থাকে, সে কথাও বলেছেন লৌহপুরুষ।
তিনি বলেন, "অতিরিক্ত আত্মবিশ্বাসই ২০০৪-এ পরাজয়ের কারণ ছিল।" এদিনের সমাবেশে একদিকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী যখন জয়ের হুঙ্কার ছাড়ছেন। তখন প্রবীণ চোখ দেখছে `সিঁদুরে মেঘ`। রবিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে আদবাণীর বাণীকে এভাবেই ব্যখ্যা করছে রাজনৈতিক মহল।
আরও গুরুত্বপূর্ণ, সংখ্যালঘু সম্প্রদায়ের মন ওঠাতে বিজেপি যে অপারগ তা স্মরণ করে দিয়েছেন আডবাণীজি।