কিংফিশার কর্মীর স্ত্রী আত্মঘাতী
কিংফিশারের অন্দরমহলে আশান্তির ঝড় অব্যাহত। এক ইঞ্জিনিয়ারের স্ত্রীয়ের আত্মহত্যার ঘটনাকে ঘিরে বেসরকারি বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের কর্মীমহলে শোকের ছায়া। গত বৃহস্পতিবার তাঁরা দিল্লিতে সংস্থার দফতরে মোমবাতি মিছিল করেন।
কিংফিশারের অন্দরমহলে আশান্তির ঝড় অব্যাহত। এক ইঞ্জিনিয়ারের স্ত্রীয়ের আত্মহত্যার ঘটনাকে ঘিরে বেসরকারি বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের কর্মীমহলে শোকের ছায়া। গত বৃহস্পতিবার তাঁরা দিল্লিতে সংস্থার দফতরে মোমবাতি মিছিল করেন।
সূত্রের খবর, গত ৭ মাস ধরে আত্মঘাতী মহিলার স্বামী বেতন পাননি। ফলে পরিবারে আর্থিক সঙ্কট দেখা দিয়েছিল। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে না নিতে পারায় তিনি আত্মঘাতী হন বলে অনুমান পুলিসের। সুইসাইড নোটেও সেই উল্লেখ রয়েছে। বেতন না পাওয়া সহ অন্যান্য দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরে কিংফিশার কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে কর্মীরা। তবে তার পরিপ্রেক্ষিতে কোনও কর্মীর স্ত্রী যে আত্মঘাতী হবেন, তেমনটা আশা করা যায়নি। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং।