কেন্দ্র বিরোধিতায় এককাট্টা বাম, বিজেপি, তৃণমূল

বিমা এবং পেনশন ফান্ডে বিদেশি লগ্নির প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের বিরোধিতায় সরব বিরোধীরা। সংসদের ভিতরে ও বাইরে মনমোহন সিং সরকারের এই সিদ্ধান্তগুলির তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে বাম দলগুলি। ইউপিএ টুয়ের প্রাক্তন শরিক তৃণমূল কংগ্রেসও মন্ত্রিসভার সাম্প্রতিক সীদ্ধান্তের সমালোচনায় সোচ্চার। বিমায় বিদেশি বিনিয়োগে সায় থাকলেও , পেনশনে এফডিআইয়ের বিরোধিতায় সরব বিজেপি।

Updated By: Oct 5, 2012, 10:02 AM IST

বিমা এবং পেনশন ফান্ডে বিদেশি লগ্নির প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের বিরোধিতায় সরব বিরোধীরা। সংসদের ভিতরে ও বাইরে মনমোহন সিং সরকারের এই সিদ্ধান্তগুলির তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে বাম দলগুলি। ইউপিএ টুয়ের প্রাক্তন শরিক তৃণমূল কংগ্রেসও মন্ত্রিসভার সাম্প্রতিক সীদ্ধান্তের সমালোচনায় সোচ্চার। বিমায় বিদেশি বিনিয়োগে সায় থাকলেও , পেনশনে এফডিআইয়ের বিরোধিতায় সরব বিজেপি।
এনডিএ-র আমলে বিমায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করলেও, এবার কিন্তু সেই জুতোতেই পা গলালো কংগ্রেস। বৃহস্পতিবার ঠিক এই ভাষাতেই দ্বিতীয় ইউপিএ সরকারে কড়া সমালোচনা করল বিজেপি। তাদের দাবি, পেনসনে বিদেশি বিনিয়োগ হলে যে সব শ্রমিক পেনশন পান, তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই আশঙ্কায় এনডিএ আমলে এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু এখন পেনশনে বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়া হলে, সরকারকে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা প্রকাশ জাভড়েকরের। এনডিএর-র আহ্বায়ক তথা জেডিইউ নেতা শরদ যাদব মনে জানিয়েছেন পরপর এই ধরনের পদক্ষেপ নিয়ে বিদেশি পুঁজির কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। পেনশন, বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাড়ানো হয়েছেবিনিয়োগের পরিমাণ। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।। সংসদের ভেতরে এবং বাইরে বামেরা এই সিদ্ধান্তের  বিরোধিতা করবে  বলে জানিয়েছেন তিনি।
আবারও মন্ত্রিসভার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে সাংসদ সৌগত রায় জানিয়েছেন, দ্বিতীয় ইউপিএ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন চলবে।
 
অন্যদিকে সরকারের পক্ষে সাফাই দিতে গিয়ে কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, দেশের স্বার্থে সংস্কার চলবে। প্রধানমন্ত্রী আগেই এই বার্তা দিয়েছিলেন।  সেই লক্ষ্যেই বিমা ও পেনসনে বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত সরকারের। এর প্রশংসা করা উচিত।
 
বিমা ও পেনসনে বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিলেও, বাম, বিজেপি এবং তৃণমূলের বিরোধিতায় সংসদে সরকারের পক্ষে সেই বিল পাশ করানো কঠিন হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
 

.