আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি

আজ খুরদা স্পেশাল আদালতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি। তৃণমূস সাংসদের শারীরিক অসুস্থতার করাণ দেখিয়ে গতকাল তাঁর আইনজীবী জামিনের আর্জি জানান। এইমুহুর্তে কটকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ। CBI-র হয়ে জামিনের বিরোধিতায় সওয়াল করবেন C. রাঘবচারুলু। CBI-র যুক্তি, যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চাওয়া হচ্ছে তা ধোপে টেঁকে না। কারণ, পূর্ব ভারতের অন্যতম সেরা হাসপাতালেই চিকিত্সা চলছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তাই চিকিত্‍সায় কোনও ধরণের খামতির কোনও অবকাশ নেই। তাই দরকার নেই জামিনেরও।

Updated By: Feb 3, 2017, 02:43 PM IST
আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি

ওয়েব ডেস্ক: আজ খুরদা স্পেশাল আদালতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি। তৃণমূস সাংসদের শারীরিক অসুস্থতার করাণ দেখিয়ে গতকাল তাঁর আইনজীবী জামিনের আর্জি জানান। এইমুহুর্তে কটকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ। CBI-র হয়ে জামিনের বিরোধিতায় সওয়াল করবেন C. রাঘবচারুলু। CBI-র যুক্তি, যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চাওয়া হচ্ছে তা ধোপে টেঁকে না। কারণ, পূর্ব ভারতের অন্যতম সেরা হাসপাতালেই চিকিত্সা চলছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তাই চিকিত্‍সায় কোনও ধরণের খামতির কোনও অবকাশ নেই। তাই দরকার নেই জামিনেরও।

আরও পড়ুন

ED কর্তা মনোজ কুমারকে তলব কলকাতা পুলিসের

.