তিহার জেলের মাটিতে শুয়েই রাত কাটাবেন সাহারাশ্রী, টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েও মিলল না স্বস্তি

তিহার জেলে আর পাঁচজন কয়েদির মত জেলে মাটিতেই ঘুমোতে হবে সাহারাশ্রী সুব্রত রায়কে। সঙ্গে খেতে হবে জেলের খাবার। সাহারাশ্রীকে এগারোই মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।

Updated By: Mar 4, 2014, 08:51 PM IST

-----------------------------------------------------------------------
তিহার জেলে আর পাঁচজন কয়েদির মত জেলের মাটিতেই ঘুমোতে হবে সাহারাশ্রী সুব্রত রায়কে। সঙ্গে খেতে হবে জেলের খাবার। সাহারাশ্রীকে ১১ই মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও হয়েছে অতিরিক্ত সুবিধা তিনি পাবেন না। (ছবি হিন্দুস্থান টাইমস-এর সৌজন্যে)

লগ্নিকারীদের টাকা ফেরতের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে সাহারা কর্তা সুব্রত রায়কে। টাকা ফেরত দিতে ১৯ হাজার কোটি টাকার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছে সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টে আজ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সাহারা কর্তা সুব্রত রায়। সাহারাশ্রীকে আজ ভর্ত্সনা করে সর্বোচ্চ আদালত। বারবার হলফনামা দিয়ে আদালতকে বিভ্রান্ত করায় আদালত সুব্রত রায়কে ভর্ত্সনা করেছে। যে কোনওভাবে আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।

টাকা ফেরতের জন্য দুই মাস সময় চেয়েছেন সাহারাশ্রী। টাকা ফেরত দিতে সম্পত্তি বিক্রি করতেও রাজি তিনি। এতে অবশ্য সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। বন্দনা ভার্গভ ছাড়া সাহারার দুই ডিরেক্টরকেও হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার সুপ্রিমকোর্টে পৌঁছনর সময় সারদা কর্তা সুব্রত মুখে কালো কালি ছুড়ে মারেন এক ব্যক্তি। কোর্ট চত্ত্বরে ঘটনাটি ঘটে। সাহারার বিরুদ্ধে শ্লোগানও দিচ্ছিলেন ওই ব্যক্তি। অভিযুক্ত মনোজ শর্মা গুরগাওয়ের বাসিন্দা। পুলিস তাঁকে গ্রেফতার করেছে।

গতকাল রাত ২টোয় বিমানে সুব্রত রায়কে দিল্লিতে নিয়ে আসা হয়। সাহারার কর্ণধার সুব্রত রায়কে আজ শীর্ষ আদালতে পেশ করা হয়। বিনিয়োগকারীদের ২০,০০০ কোটি টাকা ফেরত না দেওয়ার মামলায় সুপ্রিমকোর্টে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শীর্ষ আদালত।

গত সপ্তাহের শুক্রবার পুলিসের কাছে আত্মসমর্পণ করেন সাহারা সুপ্রিমো। এরপর তাঁকে গ্রেফতার করে দু`দিনের পুলিসি হেফাজতে রাখা হয়।

লগ্নিকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত না দেওয়ায় বুধবার সাহারা কর্তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। এরপরই বাড়ি ঘিরে ফেলে পুলিস। শেষপর্যন্ত আত্মসমর্পণ করেন সুব্রত রায়।

.