প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দিল্লির সিবিএসসিই দফতরে বিক্ষোভ পড়ুয়াদের
২৫ এপ্রিল নতুন করে দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা নেওয়া হবে। দেশজুড়ে হবে সেই পরীক্ষা। তবে, দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা হতে পারে শুধুমাত্র দিল্লি, এমসিআর ও হরিয়ানাতে।
নিজস্ব প্রতিবেদন : সিবিএসসিই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এবার দিল্লির রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। তাদের দাবি, কেনও দ্বিতীয় বারের জন্য তাদের পরীক্ষা দিতে হবে। দ্বিতীয়বার নতুন করে পরীক্ষা দিতে হলে তাদের মনে মানসিক চাপ তৈরি হচ্ছে। এরই প্রতিবাদ করে শনিবার সকাল থেকেই দিল্লির সিবিএসসিই দফতরের সামনে বিক্ষোভে নামে পড়ুয়ারা।
#CBSEPaperLeak: Students protest outside CBSE office in #Delhi's Preet Vihar, nearby road jammed. pic.twitter.com/EGUuwD8Hcd
— ANI (@ANI) March 31, 2018
শুক্রবারই কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়ে দিয়েছিলেন, ২৫ এপ্রিল নতুন করে দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা নেওয়া হবে। দেশজুড়ে হবে সেই পরীক্ষা। তবে, দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা হতে পারে শুধুমাত্র দিল্লি, এমসিআর ও হরিয়ানাতে। প্রয়োজনে তা জুলাই মাসে নেওয়া হতে পারে। গোটা বিষয়টি নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, শনিবার সকাল থেকেই দ্বিতীয়বারের জন্য পরীক্ষা বাতিলের দাবি নিয়ে রাস্তায় নেমেছে পড়ুয়ারা। সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে তারা। তাদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।