চিটফান্ড ইস্যুতে ত্রিপুরায় কংগ্রেসের বারো ঘন্টা বনধে বিপর্যস্ত জনজীবন

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত সহ ১২ দফা দাবি। কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বনধে ত্রিপুরায় জনজীবন কার্যত বিপর্যস্ত। বাম শাসিত রাজ্যে সকাল থেকে দোকান বাজার বন্ধ। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেও  ছুটি ঘোষণা। রেল পরিষেবাতেও প্রভাব। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। বনধের সমর্থনে বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের পিকেটিং। বনধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগরতলা সহ বিভিন্ন শহরে কড়া নিরাপত্তা।

Updated By: May 18, 2017, 11:08 PM IST
চিটফান্ড ইস্যুতে ত্রিপুরায় কংগ্রেসের বারো ঘন্টা বনধে বিপর্যস্ত জনজীবন

ওয়েব ডেস্ক: চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত সহ ১২ দফা দাবি। কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বনধে ত্রিপুরায় জনজীবন কার্যত বিপর্যস্ত। বাম শাসিত রাজ্যে সকাল থেকে দোকান বাজার বন্ধ। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেও  ছুটি ঘোষণা। রেল পরিষেবাতেও প্রভাব। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। বনধের সমর্থনে বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের পিকেটিং। বনধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগরতলা সহ বিভিন্ন শহরে কড়া নিরাপত্তা।

এদিকে, এক সপ্তাহের মধ্যেই ফের দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৪ মে-র রাতেই রাজধানীতে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। ২৫ মে সব বিরোধী দলগুলির একসঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ইতিমধ্যে সমস্ত বিরোধী নেতৃত্বের মধ্যে কথাবার্তা চলছে। আলোচনা হচ্ছে BJD-র সঙ্গেও। বর্তমানে বিজেপি-শিবসেনা সম্পর্ক তেমন মধুর নয়। পরিস্থিতি বিচার করে শিবসেনার সঙ্গেও তাই যোগাযোগের চেষ্টা চলছে। (আরও পড়ুন- চূড়ান্ত হল GST; কমল বেশি, বাড়ল কম! )

.