কোথা থেকে এসব ভুলভাল তথ্য জোগাড় করেছিলেন রাহুল, রাফাল নিয়ে জোর বিঁধলেন অমিত শাহ
মিথ্যে বলার জন্য রাহুল গান্ধীর দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত, বললেন শাহ
নিজস্ব প্রতিবেদন: রাফাল চুক্তির তদন্তের বিরোধীদের দাবি সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পর সাংবাদিক বৈঠকে সরাসরি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কংগ্রেস সভাপতিকে অমিত শাহর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে বলুন, কোথা থেকে পেয়েছিলেন এসব তথ্য।
এদিন কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, 'স্বাধীনতার পর দেশের সব থেকে বড় মিথ্যা ধরা পড়ে গিয়েছে। কোনও নির্দিষ্ট তথ্য ছাড়াই বারবার ভিত্তিহীন অভিযোগ করেছে কংগ্রেস। যার জন্য আদালত তাদের মুখে ঝামা ঘসে দিয়েছে সুপ্রিম কোর্ট।'
BJP President Amit Shah: If Congress had all the proof then why did they not go to the Supreme Court with it? Their B team was already there. JPC is formed only when there is a discussion in the house(Parliament), I challenge Congress for a discussion on it #RafaleDeal pic.twitter.com/IjiHXwIW83
— ANI (@ANI) December 14, 2018
অমিত শাহের প্রশ্ন, '২০০৭ সালে রাফাল চুক্তির শর্তাবলী নির্দিষ্ট হয়ে গিয়েছিল। ২০১৪ সাল পর্যন্ত কেন চুক্তি চূড়ান্ত করেনি কংগ্রেস সরকার? কেন দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছে তারা?' অমিত শাহের দাবি, 'চুক্তিতে কমিশনের পরিমান নিয়ে কংগ্রেস চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বলেই চুক্তি চূড়ান্ত করেনি কংগ্রেস।' অমিত শাহ বলেন, 'আমরা ফরাসি সরকারের সঙ্গে সরাসরি চুক্তি করেছি। কেন কংগ্রেস সব সময় দালালের মাধ্যমে চুক্তি করত? কেন দেশের টাকা দালালদের হাতে তুলে দিল কংগ্রেস।'
রাফাল চুক্তিতে পক্ষপাতিত্ব হয়নি, মোদী সরকারকে স্বস্তি দিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট
এদিন রাফাল নিয়ে দেশকে বিভ্রান্ত করার জন্য রাহুল গান্ধীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন তিনি। একই সঙ্গে রাহুলকে তিনি পরামর্শ দেন, বাচ্চাদের মতো আচরণ বন্ধ করার মতো বয়স হয়েছে তাঁর।