কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা একেবারে তলানিতে, কোন জাদুতে?

গত বছরের সঙ্গে তুলনা করলে এবছর কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা ৯০ শতাংশ কমেছে। মন্তব্য রাজ্যের ডিজিপি এস পি বেদের

Updated By: Nov 13, 2017, 02:32 PM IST
কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা একেবারে তলানিতে, কোন জাদুতে?

নিজস্ব প্রতিবেদন:  ২০১৭ সালে কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা একেবারে তলানিতে ঠেকেছে। এমনটাই দাবি জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বেদ। তাঁর মতে ২০১৬-র সঙ্গে তুলনা করলে পাথর ছোড়ার ঘটনা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে।

সংবাদমাধ্যমে বেদ বলেন, ‘এ বছর এমন অনেক সপ্তাহ গিয়েছে ‌যখন একটাও পাথর ছোড়ার ঘটনা ঘটেনি। কিন্তু গত বছর এমনও সপ্তাহ গিয়েছে ‌যখন সাত দিনে ৫০টিও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। রাজ্যের মানুষের মানসিকতায় বিশাল পরিবর্তন এসেছে। পাথর ছোঁড়ার ঘটনা কমেছে কমপক্ষে ৯০ শতাংশ।’

উল্লেখ্য, গত বছর হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছিল কাশ্মীর উপত্যকায়। বেদ বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পিছনে বেশকিছু ফ্যাক্টর কাজ করছে। তবে এনআইএ-র রেইড এই ঘটনার পিছনে একমাত্র কারণ বলে মনে করি না। এনআইএ-র রেইড পরিস্থিতির উন্নতিতে সাহা‌য্য করেছে বলা ‌যায়।"

বেদের মতে, রাজ্যে পাথর ছোড়ার ঘটনা কমার পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতির পিছনে একমাত্র কৃতিত্ব কাশ্মীরের মানুষের। সম্ভবত তারা বুঝতে পেরেছেন ‌যে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি ধ্বংস করে কোনও লাভ নেই। তবে নোটবন্দির পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে টানা ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি উন্নতি হচ্ছে।

আরও পড়ুন-হেরিটেজ হল লন্ডনের ভগিনী ভবন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী মমতা

.