সঙ্কটকালে কেরলের পাশে এগিয়ে এল বাকি রাজ্যগুলি, মোদীকে ধন্যবাদ বিজয়নের
কেরলের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। বিভিন্ন রাজ্য থেকে আসছে সহায়তা।
নিজস্ব প্রতিবেদন: কেরলের বন্যা পরিস্থিতি হেলিকপ্টারে পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাত্ক্ষণিক ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। সে জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বলেন, ''আকাশ পথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী। খারাপ আবহওয়ার কারণে সব জায়গায় আমাদের হেলকপ্টার পৌঁছয়নি। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উনি। ওনাকে ধন্যবাদ। উদ্ধারকাজ চালাতে আরও নৌকো ও হেলিকপ্টার চেয়েছি''।
#WATCH: Prime Minister Narendra Modi conducts an aerial survey of flood affected areas. PM has announced an ex-gratia of Rs. 2 lakh per person to the next kin of the deceased and Rs.50,000 to those seriously injured, from PM’s National Relief Funds (PMNRF). #KeralaFloods pic.twitter.com/T6FYNVLmMu
— ANI (@ANI) August 18, 2018
PM conducted aerial survey to get first-hand knowledge about flood. Our helicopter could not go to some places due to inclement weather. He has announced Rs500 crore&all possible help. We thanked him & demanded more helicopters & boats: Kerala CM Pinarayi Vijayan on #KeralaFloods pic.twitter.com/kdy9wsJdvj
— ANI (@ANI) August 18, 2018
কংগ্রেসের দাবি, কেরলে ২০০০-৩০০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক।
In Kerala, there has been a damage worth 2000-3000 crores. Congress party demands that #KeralaFloods be declared a national calamity: Randeep Surjewala, Congress pic.twitter.com/lVisJQKv1x
— ANI (@ANI) August 18, 2018
শুধু কেন্দ্রীয় সরকার নয়, বিভিন্ন রাজ্যের তরফেও এসেছে সাহায্য। ১০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
Haryana Chief Minister Manohar Lal Khattar has announced an aid of Rs 10 crores for flood-hit Kerala. #KeralaFloods (File pic) pic.twitter.com/qiNRwwxFMG
— ANI (@ANI) August 18, 2018
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন নীতীশ কুমার।
Bihar Chief Minister Nitish Kumar announces an aid of Rs 10 crores for flood-hit Kerala from Bihar Chief Minister Relief Fund. #KeralaFloods (File pic) pic.twitter.com/YK5Ss9BssC
— ANI (@ANI) August 18, 2018
১৫ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath announces Rs. 15 crores from Chief Minister Relief Fund for flood-hit Kerala. #KeralaFloods (File pic) pic.twitter.com/vpBPtYlflf
— ANI UP (@ANINewsUP) August 18, 2018
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ১০ কোটি টাকার অর্থ সহযোগিতার ঘোষণা করেছেন। ২০ কোটি টাকা তাত্ক্ষণিক অর্থ সাহায্যের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। কেরলকে ৫ কোটি টাকা দিচ্ছে বিজেপি শাসিত ঝাড়খণ্ডও।
Gujarat Chief Minister Vijay Rupani announces Rs. 10 crores from Chief Minister Relief Fund for flood-hit Kerala. #KeralaFloods (File pic) pic.twitter.com/l2pFOKfQop
— ANI (@ANI) August 18, 2018
Maharashtra CM Devendra Fadnavis announces Rs.20 crore as immediate assistance from Maharashtra Government for #KeralaFloods. (File pic) pic.twitter.com/cBkcjPTL11
— ANI (@ANI) August 18, 2018
Jhanrkhand Chief Minister Raghubar Das announced an aid of Rs 5 crores for flood-hit Kerala. #KeralaFloods (File pic) pic.twitter.com/hCsZU8qqJt
— ANI (@ANI) August 18, 2018
৫ কোটির আর্থিক সাহায্য ও নৌকো-সহ ২৪৫ জন অগ্নিনির্বাপণ আধিকারিককে পাঠানোর ঘোষণা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
Odisha CM Naveen Patnaik announced an aid of Rs 5 crores for flood-hit Kerala from Chief Minister Relief Fund. He has also announced that 245 fire personnel with boats will be sent to Kerala for rescue operations. (File pic) #KeralaFloods pic.twitter.com/J3KzWl41kB
— ANI (@ANI) August 18, 2018
দেশের আবহওয়া দফতর জানিয়েছে, ১৬ অগস্ট পর্যন্ত ৬১৯.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কেরলে। সাধারণত এই মরসুমে ২৪৪.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে দ্বিগুণ বর্ষণ হয়েছে দক্ষিণের এই রাজ্যে। তবে আশার কথা, আগামী দুদিন খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ভারী বৃষ্টি হতে পারে।
In August, till 16th actual rainfall was 619.5mm, normally it should have been 244.1 mm. The intensity of rainfall has decreased now there won't be extremely heavy rains anymore but heavy rains will continue for 2 days: Dr. S Devi, India Meteorological Department on #KeralaFloods pic.twitter.com/PAuc98DyKA
— ANI (@ANI) August 18, 2018
কেরলে এখনও পর্যন্ত ৩২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। তিন বাহিনীই উদ্ধার কাজে নেমে পড়েছে। আকাশপথে দুর্গতদের উদ্ধার করছে সেনা। দেওয়া হচ্ছে ত্রাণ। প্রতিরক্ষামন্ত্রীর কাছে আরও হেলিকপ্টার চেয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
Special aircraft of Indian Army reaches Thiruvananthapuram with food and basic amenities for flood affected areas. #KeralaFloods pic.twitter.com/33zudY6d6n
— ANI (@ANI) August 18, 2018
জানা গিয়েছে, এখনও পর্যন্ত জলমগ্ন এলাকা থেকে প্রায় ৭০০ দুর্গতকে উদ্ধার করা হয়েছে। জলে আটকে রয়েছে আরও ৬ হাজার মানুষ। ইতিমধ্যেই সেনার ১০ কলাম পাঠানো হয়েছে কেরলে। মোতায়েন করা হয়েছে ৭৯০জনের ইঞ্জিনিয়ারিং স্টাক ফোর্স। নৌসেনার ৮২টি দল কাজ করছে। উদ্ধার কাজে নামানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর ৪২টি দলকে।
আরও পড়ুন- দলের আঁতুরঘর অশোক রোডে ফেরা হল না বাজপেয়ীর!