সুপ্রিমকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার, পূর্ণ মেয়াদ পর্যন্তই কাজ করতে পারবেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জানাল শীর্ষ আদালত

ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত ব্যানার্জির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে পদ ছাড়ার নির্দেশ দেয় রাজ্য। রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উপাচার্য অমিত ব্যানার্জি। মামলার শুনানি শেষে আজ শীর্ষ আদালত জানিয়ে দেয়, পূর্ণ মেয়াদ পর্যন্তই কাজ করতে পারবেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Updated By: Apr 24, 2014, 09:30 PM IST

ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত ব্যানার্জির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে পদ ছাড়ার নির্দেশ দেয় রাজ্য। রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উপাচার্য অমিত ব্যানার্জি। মামলার শুনানি শেষে আজ শীর্ষ আদালত জানিয়ে দেয়, পূর্ণ মেয়াদ পর্যন্তই কাজ করতে পারবেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

তাঁর বকেয়া বেতনও মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।ফের আদালত অস্বস্তিতে রাজ্য। এবার উপাচার্য অপসারণ নিয়ে সরকারি নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত ব্যানার্জির মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যের তরফে তাকে পদ ছাড়তে বলা হয়। যুক্তি হিসাবে বলা হয়,স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আইনে একটি সংশোধন অনুয়ায়ী তাকে সরতে বলা হচ্ছে। যদিও যে আইন অনুযায়ী সরতে বলা হয়েছিল রাজ্যের তরফে সেই আইনটি নিয়ে করা একটি মামলা তখনও আদালতে বিচারাধীন। গোটা বিষয় নিয়ে প্রথমে হাইকোর্টে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত ব্যানার্জি। গোটা বিষয় নিয়ে এরপরেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। শুনানি শেষে বিচারপতি এস এস নিঝ্ঝর রাজ্য সরকারের নির্দেশ খারিজ করে দেন। পূর্ণ মেয়াদ পর্যন্ত অর্থাত চলতি বছরের তিরিশে জুন পর্যন্তই উপাচার্য কাজ করতে পারবেন বলে জানিয়েছে আদালত।

একইসঙ্গে উপাচার্যের বকেয়া বেতনও সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষামহলের ধারণা দেশের সর্বোচ্চ আদালতের এই রায় রাজ্যের কাছে নিঃসন্দেহে আরও এক বড় ধাক্কা।

.