সুপ্রিম কোর্টের নির্দেশ পরোয়া না করে সন্তানসম্ভবা স্ত্রীকে তালাক উত্তরপ্রদেশে
Updated By: Aug 25, 2017, 01:50 PM IST
প্রতীকী ছবি
ওয়েব ডেস্ক: তাৎক্ষণিক তালাককে অসাংবিধানিক আখ্যা দিয়ে ছ'মাসের জন্য নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। তার ২৪ ঘণ্টার মধ্যেই সন্তানসম্ভবা মহিলাকে তালাক দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা উত্তর প্রদেশের মেরটের।
নির্যাতিতা স্ত্রী স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, পণের দাবিতে তাঁকে মারধর করে বাড়িছাড়া করা হয়েছে। মহিলার স্বামীর বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। ছ'বছর আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তাঁদের তিন সন্তান রয়েছে। নির্যাতিতার অভিযোগ, মারধরের চোটে তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়েছে।
গত ২২ অগাস্ট ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। নিষিদ্ধ করা হয় তাৎক্ষণিক তিন তালাক প্রথা। শীর্ষ আদালতের এই নির্দেশের কথা স্বামীকে জানালেও তিনি কর্ণপাত করেননি বলে দাবি নির্যাতিতার।
আরও পড়ুন,