জমির ওপর দিয়ে রাস্তা করতে দেব না, সপা নেতা-ছেলেকে গুলি করে মারল গ্রামেরই বাহুবলী

এলাকার পঞ্চায়েত প্রধান হলেন ছোটেলালের স্ত্রী

Updated By: May 19, 2020, 04:13 PM IST
জমির ওপর দিয়ে রাস্তা করতে দেব না, সপা নেতা-ছেলেকে গুলি করে মারল গ্রামেরই বাহুবলী

নিজস্ব প্রতিবেদন: গ্রামে ঢোকার নতুন রাস্তা তৈরি করা নিয়ে বিবাদ। প্রকাশ্য দিবালোক সমাজবাদী পার্টির নেতা ও তার ছেলেকে গুলি করে মারল এলাকার বাহুবলী। মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে পশ্চিম উত্তরপ্রদেশের সম্বল জেলার এক গ্রামে।

আরও পড়ুন-আরও কাছে ঘূর্ণিঝড়, আমফানের দাপটে বৃষ্টি শুরু হয়ে গেল রাজ্যে 

একশো দিনের কাজে গ্রামে নতুন রাস্তা তৈরি হচ্ছিল। আজ সকালে কাজের তদারকি করতে গিয়েছিলেন সপা নেতা ছোটেলাল দিবাকর ও তার ছেলে সুনীল। রাস্তাটি যাচ্ছিল একটি জমির ওপর দিয়ে। এই সময়ে সবিন্দর নামে গ্রামেরই এক বাহুবলী ঘটনাস্থলে এসে হাজির হয়। সঙ্গে এক সাথী। জমিটি সবিন্দরের। দুজনের হাতেই ছিল রাইফেল। তাদের দাবি জমির ওপর দিয়ে রাস্তা হবে না।

আরও পড়ুন-করোনা থেকে বাঁচতে নিয়মিত ‘অকেজো’ হাইড্রক্সিক্লোরোকুইনই খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

এলাকার পঞ্চায়েত প্রধান হলেন ছোটেলালের স্ত্রী। ছোটেলাল ওই দুজনকে বোঝানোর চেষ্টা করেন, মনরোগার অধীনে এই রাস্তা হচ্ছে। নিয়ম অনুযায়ী কাজ হবে। এতেই খেপে যায় ওই দুজন। তার পরেই তারা গুলি চালানেসার হুমকি দিতে থাকে তারা। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেখানে শোনা যাচ্ছে কেউ চিত্কার করে বলছে গুলি চালিয়ে দেখ একবার! ওই কথা শোনার পরই সপা নেতা ও তার ছেলে সুনীলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় সবিন্দর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। কয়েকজনকে আটক করে জেরাও করা হচ্ছে।

.