লোকপাল বিলে মরিয়া সরকার বাড়াতে অধিবেশনের মেয়াদ, অন্ধ্র বিধানসভায় `দক্ষযজ্ঞ`
লোকপাল বিল পাস করাতে সংসদের শীতকালীন অধিবেশনের মেয়াদ বাড়তে পারে। আজ এই ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ। কংগ্রেসের বক্তব্য থেকে পরিষ্কার, চলতি অধিবেশনেই লোকপাল বিল পাস করাতে সরকার এখন মরিয়া। সমাজবাদী পার্টিকে রাজি করানোরও সবরকম চেষ্টা করছে কংগ্রেস।
লোকপাল বিল পাস করাতে সংসদের শীতকালীন অধিবেশনের মেয়াদ বাড়তে পারে। আজ এই ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ। কংগ্রেসের বক্তব্য থেকে পরিষ্কার, চলতি অধিবেশনেই লোকপাল বিল পাস করাতে সরকার এখন মরিয়া। সমাজবাদী পার্টিকে রাজি করানোরও সবরকম চেষ্টা করছে কংগ্রেস।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শিসরাম ওলার মৃত্যুতে শোকজ্ঞাপন করে আজ সংসদের দু কক্ষই মুলতুবী হয়ে যায়। ফলে ফের পিছিয়ে যায় লোকপাল বিল নিয়ে আলোচনা। কাল রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা হবে৷
এদিকে, তেলেঙ্গানা বিল পেশ হতেই আজ উত্তাল হল অন্ধ্রপ্রদেশ বিধানসভা। বিল পেশের বিরোধিতায় হইহট্টগোল শুরু করে দেন তেলুগু দেশম পার্টি ও ওয়াইএসআর কংগ্রেস বিধায়করা। বিলের কপি ছিঁড়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। সীমান্ধ্রের বিধায়করা অবশ্য বিল নিয়ে জানুয়ারি মাসে আলোচনার দাবি তোলেন। দু পক্ষের বাকবিতণ্ডায় বিধানসভায় একরকম দক্ষযজ্ঞ শুরু হয়ে যায়। শুধু অধিবেশন কক্ষই নয়, বিক্ষোভ হয় বিধানসভা ভবনের বাইরেও।