Microphone: মাইকের আওয়াজ ধর্মীয় স্থানের বাইরে যেন না যায়, কড়া নির্দেশিকা যোগী সরকারের

নুমান জয়ন্তী উপলক্ষ্যে বের হওয়া শোভাযাত্রায় পাথর ছোড়ার ঘটনা ঘটেছে দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায়

Updated By: Apr 19, 2022, 01:53 PM IST
Microphone: মাইকের আওয়াজ ধর্মীয় স্থানের বাইরে যেন না যায়, কড়া নির্দেশিকা যোগী সরকারের

নিজস্ব প্রতিবেদন: মসজিদে মাইক্রোন ব্যবহারের বিরুদ্ধে আগামী ৩ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাশাপাশি উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যেও এনিয়ে আপত্তি উঠেছে। এবার সেই মাইক ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার। 

উত্তরপ্রদেশে আদিত্যনাথ সরকারের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে মাইক্রোফোন ব্যবহার করা যাবে কিন্তু তার আওয়াজ যেন ওই ধর্মীয় স্থানের বাইরে না যায়। কারণ সবারই তাঁর ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার রয়েছে। তাই এক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার করা যাবে কিন্তু সেই মাইক্রোফোনের শব্দ যেন অন্য কারও সমস্যার কারণ না হয়। নতুন কোনও ধর্মীয় স্থানে আর নতুন করে মাইক্রোফোন বসানো যাবে না।

একনজরে যোগী সরকারের নির্দেশিকা

##  প্রশাসনের আগাম অনুমতি ছাড়া কোনও ধর্মীয় শোভাযাত্রা বের করা যাবে না।

## একমাত্র ঐতিহ্যবাসী অনুষ্ঠানের ক্ষেত্রে ধর্মীয় শোভাযাত্রা বের করা যাবে।

## কোনও ধর্মীয় স্থানে আর নতুন করে মাইক্রোফোন ব্যবহার করা যাবে না।

## যেসব জায়গায় ইতিমধ্যেই মাইক্রোফোন ব্যবহার করা হচ্ছে সেখানে অন্যান্যের সমস্য়া না হয় তা দেখতে হবে।

## ধর্মীয় অনুষ্ঠান করা যাবে নির্দিশ কিছু এলাকায়।

উল্লেখ্য, হনুমান জয়ন্তী উপলক্ষ্যে বের হওয়া শোভাযাত্রায় পাথর ছোড়ার ঘটনা ঘটেছে দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায়। অভিয়াগ, একটি ধর্মীয় স্থানে পতাকা টাঙ্গানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। ওই ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। দিল্লি পুলিসের দাবি, হনুমান জয়ন্তীর ওই শোভাযাত্রার কোনও আগাম অনুমতি ছিল না।

এদিকে, মধ্য প্রদেশেও সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, কোনও ধর্মীয় উত্সবের জন্য যেন রাস্তা অবরোধ না করা হয়।  

আরও পড়ুন-আসানসোল বিজেপি জেলা অফিসে হাতাহাতি! ৪ নেতাকে শোকজ জেলা সভাপতির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.