দীর্ঘদিন বাদে জয়ের অভিনন্দন বার্তা দিলেন সোনিয়া গান্ধী

দিল্লি: হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশা।

Updated By: Jul 26, 2014, 09:13 PM IST
দীর্ঘদিন বাদে জয়ের অভিনন্দন বার্তা দিলেন সোনিয়া গান্ধী

দিল্লি: হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশা। সেই খারাপ সময়ের ছোট্ট জয়ের স্বাদ পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। না, এবার কোনও বিতর্ক নয়, হার নয় অবশেষে জয়ের অভিনন্দন বার্তা দিয়ে খবরে ফিরলেন কংগ্রেস সভানেত্রী। নির্বাচনী ইতিহাসে সবর্কালীন খারাপ ফলের পর মুছড়ে পড়া কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে সোনিয়া উত্তরাখণ্ডে উপনির্বাচনে জয়কে নিয়ে প্রত্যাবর্তনের বার্তা দিলেন।

উত্তরাখণ্ডে ৩টি বিধানসভা আসনে উপনির্বাচনে হয়। ৩টি আসনেই জয়লাভ করে কংগ্রেস। ১টি আসন ধরে রাখার পাশাপাশি বিজেপির কাছ থেকে আরও দুটি আসন ছিনিয়ে নেয় কংগ্রেস। এই জয়ের অভিনন্দন বার্তা দিতে গিয়ে কংগ্রেস সভানেত্রী বলেছেন, ''কেন্দ্রে বিজেপির কাজে মানুষ বিরক্ত,অসন্তুষ্ট,ক্ষুব্ধ। মানুষ আবার কংগ্রেসের ওপর আশা রাখতে শুরু করেছে।''এমনকী উত্তরাখণ্ডে তিনটি আসনের উপনিবর্বাচনের রায় গোটা দেশের মানুষের ভাবনার প্রতিফলন বলেও উল্লেখ করেন সোনিয়া।

.