পরাজয় নিশ্চিত জেনেই ছেলেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেননি মা সোনিয়া গান্ধী: মোদী
লোকসভা ভোটে পরাজয় নিশ্চিত জেনেই ছেলেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেননি সোনিয়া গান্ধী। কটাক্ষ নরেন্দ্র মোদীর। আজ বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে কংগ্রেসকে ফের কড়া ভাষায় বিঁধলেন বিজেপির প্রধামন্ত্রী পদপ্রার্থী। তাঁর মতে ,কংগ্রেস এখন শুধু নিজেদের দল বাঁচানোর কথা ভাবছে। দেশকে বাঁচানোর কোনও উদ্যোগই নিচ্ছে না।
লোকসভা ভোটে পরাজয় নিশ্চিত জেনেই ছেলেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেননি সোনিয়া গান্ধী। কটাক্ষ নরেন্দ্র মোদীর। আজ বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে কংগ্রেসকে ফের কড়া ভাষায় বিঁধলেন বিজেপির প্রধামন্ত্রী পদপ্রার্থী। তাঁর মতে ,কংগ্রেস এখন শুধু নিজেদের দল বাঁচানোর কথা ভাবছে। দেশকে বাঁচানোর কোনও উদ্যোগই নিচ্ছে না।
তিনি বলেন, "পরাজয় নিশ্চিত জেনে কোন মা তাঁর ছেলেকে এগিয়ে দেবে?" এ আই সি সির বৈঠকে কংগ্রেস সমর্থকরা প্রধানমন্ত্রী পেতে এসেছিলেন। রাহুল তাঁদের `দুটো গ্যাসের বোতল` হাতে ফিরিয়ছেন বলে সমালোচনা করেন মোদী। এদিন মোদী উল্লেখ করেন, কংগ্রেস সাংসদরা সোনিয়াকে বাছলেও। সভানেত্রী মনমোহন সিংকে মনোনিত করেন।
দলের ঐতিহ্য নিয়েও প্রশ্ন তুলেছেন সোনিয়া।