রাজধানীর উষ্ণতা উর্ধ্বমুখী হলেও বরফ চাদরে ঢাকল কাশ্মীর থেকে মানালি

দিল্লিতে উষ্ণতা বজায় থাকলেও, উত্তর ভারতের অন্যান্য রাজ্যে কিন্তু তাপমাত্রার পারদ নিম্নমুখী। রবিবার মানালিতে হাল্কা তুষারপাত হয়। ফলে পারদ নেমে যায় -৪ ডিগ্রিতে। বৃষ্টিপাতের জেরে কাশ্মীরজুড়ে চলছে শৈত্যপ্রবাহ।

Updated By: Feb 10, 2014, 10:32 AM IST

দিল্লিতে উষ্ণতা বজায় থাকলেও, উত্তর ভারতের অন্যান্য রাজ্যে কিন্তু তাপমাত্রার পারদ নিম্নমুখী। রবিবার মানালিতে হাল্কা তুষারপাত হয়। ফলে পারদ নেমে যায় -৪ ডিগ্রিতে। বৃষ্টিপাতের জেরে কাশ্মীরজুড়ে চলছে শৈত্যপ্রবাহ।

ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুর্যের মুখ দেখেছিল দিল্লি। ফলে রাতের তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে গেলেও, দিনের বেলায় পারদ ছিল ২০ ডিগ্রির কাছাকাছি।শনিবার রাতে বৃষ্টিপাতের সাক্ষী ছিলেন কাশ্মীরবাসী। তাই রবিবার বরফের চাদরে ঢাকা পড়ে যায় উপত্যকা। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের তাপমাত্রা ছিল ০.৪ ডিগ্রি। পেহেলগাঁওয়ে পারদ নেমে গিয়েছিল -১০ ডিগ্রিতে। তবে রেকর্ড ঠাণ্ডা ছিল কার্গিলে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল -১৭.৮ ডিগ্রি। লাদাখ উপত্যকার লে-তে তাপমাত্রা ছিল -৯.২ ডিগ্রি সেলসিয়াস।

হাল্কা তুষারপাতের প্রভাবে মানালি শহরে পারদ নেমে গিয়েছিল হিমাঙ্কের ৪ ডিগ্রি নিচে। সিমলার তাপমাত্রা নেমে যায় এক ডিগ্রিতে। বেশকিছুদিন স্বাভাবিক থাকার পর আবারও পারদ নামতে শুরু করেছে পঞ্জাব এবং হরিয়ানায়। অমৃতসর, লুধিয়ানা, পাটিয়ালাসহ রাজ্যের সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের চেয় ৩-৪ ডিগ্রি কম। একই ছবি চণ্ডীগড়েও। প্রবল ঠাণ্ডায় জবুথবু জনজীবন। রাজস্থানের বিকানির, যোধপুর, বারমের, পিলানি, শ্রীগঙ্গানগর ও জয়সলমিরেও একধাক্কায় পারদ নেমে গিয়ে অনেক নিচে। উত্তরপ্রদেশেও রাতের তাপমাত্রা নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

.