দেরিতে চলছে ট্রেন? এসএমএস-পেয়ে যাবেন মোবাইলে

Updated By: Nov 5, 2017, 03:20 PM IST
দেরিতে চলছে ট্রেন? এসএমএস-পেয়ে যাবেন মোবাইলে

নিজস্ব প্রতিবেদন : ট্রেন দেরিতে চলছে! চিন্তা নেই। মোবাইলে পেয়ে যাবেন এসএমএস। শনিবার রেল মন্ত্রকের এক উচ্চ পদস্থ কর্তা জানান, নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা বেশি দেরিতে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস চললে যাত্রীর ফোনে চলে আসবে এসএমএস।

রেলকর্তা বলেন, রেলের তৈরি তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ক্রিস (সি আর আই এস)-এর এই এসএমএস সুবিধা যাত্রী পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই পরিষেবা পাওয়ার জন্য যাত্রীদেরকে শুধুমাত্র নিজের মোবাইল নাম্বার রিজার্ভেশন স্লিপে উল্লেখ করতে হবে বলে জানান তিনি। একইসঙ্গে জানান, এসএমএস-এর জন্য যাত্রীদের কোনও খরচ হবে না। পুরো খরচটাই বহন করবে রেল।

পরবর্তীকালে এই এসএমএস সুবিধা অন্য দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রেও চালু করা হবে বলে জানিয়েছেন ওই কর্তা। বর্তমানে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের বার্থ কনফার্ম হলে একমাত্র এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন, আধার নির্ভর বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করছে ভারতীয় রেল

.