অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা স্মৃতির

অল্পের জন্য দুর্ঘটনার রক্ষা পেলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। গতকাল রাতে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে ফেরার দিল্লি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে স্মৃতির কনভয়ে থাকা একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হন কনভয়ের গাড়ি চালক ও দুই কনস্টেবল। পরে হাসপাতালে মৃত্যু হয় একজনের।

Updated By: Mar 6, 2016, 09:55 AM IST
অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা স্মৃতির

ওয়েব ডেস্ক : অল্পের জন্য দুর্ঘটনার রক্ষা পেলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। গতকাল রাতে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে ফেরার দিল্লি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে স্মৃতির কনভয়ে থাকা একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হন কনভয়ের গাড়ি চালক ও দুই কনস্টেবল। পরে হাসপাতালে মৃত্যু হয় একজনের।

ঘটনার পর আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এলাকা ছাড়েন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। পরে দুর্ঘটনার বিষয়টি জানিয়ে টুইট করেন তিনি। বেশ কয়েকজন দলীয় নেতার সঙ্গে বৈঠক শেষে বৃন্দাবন থেকে দিল্লি ফিরছিলেন স্মৃতি ইরানি।

জানা গেছে, স্মৃতির গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পাইলট কারকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে যমুনা হাইওয়েতে যানজটের তৈরি হয়।

.