হোস্টেলে গাজা খেয়ে যা করল দিল্লি আইআইটি'র ছাত্ররা, দেখুন ভাইরাল ভিডিও

পাপনের 'বানাও বানাও' গানটা তো এখন গাজাপ্রেমীদের 'জাতীয় সঙ্গীত'। "গাজা নেহি হাওয়া হে/ দাওয়া হে, গলে কা মাঞ্জন, আঁখো কা নিরঞ্জন হে, এক নেতা মর গেয়া কুছ নেহি হুয়া, এক গাঞ্জেরি মর গেয়া দেশ তাওয়া হো গেয়া", এই সুরেই হোস্টেল রুমে জীবনের কনসার্ট। আইআইটি ছাত্রদের গাজালিপিই তাঁরা এবার ভিডিও আকারে প্রকাশ করল ইউটিউবে। দেখুন তার নমুনা- 

Updated By: Apr 26, 2016, 03:59 PM IST
হোস্টেলে গাজা খেয়ে যা করল দিল্লি আইআইটি'র ছাত্ররা, দেখুন ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: পাপনের 'বানাও বানাও' গানটা তো এখন গাজাপ্রেমীদের 'জাতীয় সঙ্গীত'। "গাজা নেহি হাওয়া হে/ দাওয়া হে, গলে কা মাঞ্জন, আঁখো কা নিরঞ্জন হে, এক নেতা মর গেয়া কুছ নেহি হুয়া, এক গাঞ্জেরি মর গেয়া দেশ তাওয়া হো গেয়া", এই সুরেই হোস্টেল রুমে জীবনের কনসার্ট। আইআইটি ছাত্রদের গাজালিপিই তাঁরা এবার ভিডিও আকারে প্রকাশ করল ইউটিউবে। দেখুন তার নমুনা- 

হোস্টেল জীবন যাদের কেটেছে, তাঁদের জীবনের অভিজ্ঞতায় নানা স্মৃতির একটি অবশ্যই নেশার অধ্যায়। সবারই যে এই অভিজ্ঞতা আছে, তেমনটা নয়। তবে যাদের আছে, তাঁদের কাছে গাজা সৃষ্টি, গাজাই ঈশ্বর। আইআইটি ছাত্রদের এই ভিডিওই তার প্রমাণ। এমন কিছি স্মৃতি যা জীবনের শ্রেষ্ঠ হয়েই থাকল, আগামী দিনেও থাকবে। এই ভিডিও এখন ভাইরাল।

 

.