দেশের ২০ টা স্মার্ট সিটিতে আপনার শহর আছে? দেখে নিন তালিকা

দেশের ২০ টি শহরকে বেছে নেওয়া হল স্মার্ট সিটি হিসেবে। এক ঝলকে দেখে নিন, এই স্মার্ট সিটির তালিকায় আপনার শহরও আছে কিনা। কোনও ভৌগলিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি। বরং, দেশের সব জায়গা থেকে বাছাই করা হয়েছে শহরগুলিকে। তালিকার এক নম্বরে রাখা হয়েছে ভূবনেশ্বরকে।

Updated By: Jan 28, 2016, 04:20 PM IST
 দেশের ২০ টা স্মার্ট সিটিতে আপনার শহর আছে? দেখে নিন তালিকা

ওয়েব ডেস্ক: দেশের ২০ টি শহরকে বেছে নেওয়া হল স্মার্ট সিটি হিসেবে। এক ঝলকে দেখে নিন, এই স্মার্ট সিটির তালিকায় আপনার শহরও আছে কিনা। কোনও ভৌগলিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি। বরং, দেশের সব জায়গা থেকে বাছাই করা হয়েছে শহরগুলিকে। তালিকার এক নম্বরে রাখা হয়েছে ভূবনেশ্বরকে।

১) ভূবনেশ্বর

২) পুনে

৩) জয়পুর

৪) সুরাট

৫) কোচি

৬) আহমেদাবাদ

৭) জব্বলপুর

৮) বিশাখাপত্তনম

৯) সোলাপুর

১০) দাবানগেরে

১১) ইনদোর

১২) এনডিএমসি

১৩) কোয়েম্বাটোর

১৪) কাকিনাড়া

১৫) বেলগাউম

১৬) উদয়পুর

১৭) গুয়াহাটি

১৮) চেন্নাই

১৯) লুধিয়ানা

২০) ভোপাল

.