সাইবার পর্নকে রুখতে দিল্লি পুলিসের অস্ত্র 'নীল ছবি সনাক্তকরণ স্টিক', ডিলিট হওয়া পর্নও খুঁজে বার করবে USB

দিল্লিতে পর্ন দেখার ঝোঁক এতটাই বেড়েছে, যে এবার সাইবার অপরাধ ও পর্নের ওপর নিয়ন্ত্রণ আনতে চাইছে দিল্লি পুলিস। ভারতের রাজধানী দিল্লিতে, টিনেজ যে ভাবে পর্নে আকর্ষিত হয়ে পড়েছে, সেই মোহ থেকে বাড়ছে যৌন ভিত্তিক অপরাধ প্রবণতা, এমনটাই মনে করছে মনোবিদরা। এতে নষ্ট হচ্ছে সমাজের স্বাভাবিক জনজীবন। ধর্ষণ, শ্লীলতাহানির মত নিন্দনীয় ঘটনা এখন প্রতিনিয়ত খবরের শিরোনামে। আর এতেই বারংবার প্রশ্নের মুখে পড়ছে প্রশাসনিক ভূমিকা। এবার অপরাধে লাগাম টানতে নয়া পন্থা। দিল্লি পুলিসের সাইবার বিভাগ এখন থেকে এমন ধরনের USB ব্যবহার করতে চলেছে যেখানে ডেস্কটপ থেকে পর্ন একেবারে ডিলিট করে দিলেও তা খুঁজে বার করা সম্ভব হবে। সাইবার অপরাধ ও পর্নগ্রাফির বিরুদ্ধে এই USB-ই হবে দিল্লি পুলিসের নয়া অস্ত্র।

Updated By: Jan 28, 2016, 03:17 PM IST
সাইবার পর্নকে রুখতে দিল্লি পুলিসের অস্ত্র 'নীল ছবি সনাক্তকরণ স্টিক', ডিলিট হওয়া পর্নও খুঁজে বার করবে USB

দিল্লিতে পর্ন দেখার ঝোঁক এতটাই বেড়েছে, যে এবার সাইবার অপরাধ ও পর্নের ওপর নিয়ন্ত্রণ আনতে চাইছে দিল্লি পুলিস। ভারতের রাজধানী দিল্লিতে, টিনেজ যে ভাবে পর্নে আকর্ষিত হয়ে পড়েছে, সেই মোহ থেকে বাড়ছে যৌন ভিত্তিক অপরাধ প্রবণতা, এমনটাই মনে করছে মনোবিদরা। এতে নষ্ট হচ্ছে সমাজের স্বাভাবিক জনজীবন। ধর্ষণ, শ্লীলতাহানির মত নিন্দনীয় ঘটনা এখন প্রতিনিয়ত খবরের শিরোনামে। আর এতেই বারংবার প্রশ্নের মুখে পড়ছে প্রশাসনিক ভূমিকা। এবার অপরাধে লাগাম টানতে নয়া পন্থা। দিল্লি পুলিসের সাইবার বিভাগ এখন থেকে এমন ধরনের USB ব্যবহার করতে চলেছে যেখানে ডেস্কটপ থেকে পর্ন একেবারে ডিলিট করে দিলেও তা খুঁজে বার করা সম্ভব হবে। সাইবার অপরাধ ও পর্নগ্রাফির বিরুদ্ধে এই USB-ই হবে দিল্লি পুলিসের নয়া অস্ত্র।

.