সোপোরে গ্রেনেড হামলায় আহত অন্তত ২০
সোপোরের বাস স্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা।
নিজস্ব প্রতিবেদন : অশান্ত ভূস্বর্গে ফের গ্রেনেড হামলা। সোমবার জম্মু, কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা।
জানা গিয়েছে, সোপোরের বাস স্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। প্রাথমিকভাবে এই গ্রেনেড হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর এএনআই সূত্রে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
#UPDATE Kashmir Zone Police: Terrorists lobbed a grenade on civilians at bus stand in Sopore. Six civilians sustained injuries. Information is preliminary in nature. https://t.co/XMFrLYJVsE
— ANI (@ANI) October 28, 2019
আহতদের সকলকেই চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিস সূত্রে প্রাথমিকভাবে এই খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন - ৬৮ ঘণ্টা পার, এখনও ১০০ ফুট গভীর গর্তে আটকে তিরুচিরাপল্লির ২ বছরের শিশু