৬ বছরের মধ্যে শীতলতম দিন, - ৩.২ ডিগ্রিতে কাঁপছে সিমলা
তুষারপাত শুরু হয়ে গিয়েছিল শনিবার থেকেই। হিমাঙ্কের নীচে নামতে নামতে সিমলায় আজ পারদ নামল মাইনাস ৩.২ ডিগ্রিতে। গত ৬ বছরের মধ্যে শীতলতম দিন আজ সিমলায়। তুষারপাত হয়েছে ৮৫ সেন্টিমিটার। প্রবল ঠান্ডায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৭ জন।
ওয়েব ডেস্ক : তুষারপাত শুরু হয়ে গিয়েছিল শনিবার থেকেই। হিমাঙ্কের নীচে নামতে নামতে সিমলায় আজ পারদ নামল মাইনাস ৩.২ ডিগ্রিতে। গত ৬ বছরের মধ্যে শীতলতম দিন আজ সিমলায়। তুষারপাত হয়েছে ৮৫ সেন্টিমিটার। প্রবল ঠান্ডায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৭ জন।
অন্যদিকে পিছিয়ে নেই দিল্লিও। রাজধানীর বহু জায়গায় আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আরও দুদিন এরকম শুষ্ক আবহাওয়াই থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা আরও নামতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ১৪ জানুয়ারির পর থেকে রয়েছে আরও তুষারপাতের সম্ভাবনা।
আরও পড়ুন,