সাংবাদিক সুজাত বুখারি হত্যাকাণ্ডে গ্রেফতার ১ সন্দেহভাজন, উদ্ধার পিস্তল
চার হত্যাকারীর মধ্যে দুজনের ছবি প্রকাশ করেছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারি হত্যাকাণ্ডে এক সন্দেহজাজনকে গ্রেফতার করল পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল। পুলিস জানিয়েছে, ধৃত সন্দেহভাজন সম্ভবত হত্যাকারী নয়। তবে তার যোগ খতিয়ে দেখা হচ্ছে।
কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল এসপি পানি বলেন,''সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ উদ্ধার হয়েছে পিস্তল। গতকাল সে যে পোশাক পরেছিল, তাও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চলছে। এটা সন্ত্রাস সম্পর্কিত অপরাধ।'' বুখারি হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন পানি।
A suspect has been taken into custody: SP Pani, IG Kashmir on #ShujaatBukhari murder case pic.twitter.com/Q0Vcw4mM0q
— ANI (@ANI) June 15, 2018
এর পাশাপাশি চার হত্যাকারীর মধ্যে দুজনের ছবি প্রকাশ করেছে পুলিস। আইজি জানিয়েছেন, দুটি ছবির মধ্যে একটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সন্দেহভাজনদের হদিশ পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে শ্রীনগর পুলিস। নাম, ঠিকানা বা কোনওরকম তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
2 pics of 4 suspects, involved in y'day's terror attack that killed Rising Kashmir newspaper's editor #ShujaatBukhari, released by police. IG says pic 1 (of 3 suspects) wasn't in public domain,pic 2 (of 1 suspect) was in public domain where he's seen attempting to retrieve weapon pic.twitter.com/X2DD9Wcnt6
— ANI (@ANI) June 15, 2018