অমিত শাহ, রাহুল গান্ধী, লালু এবং শরদকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন
বিহার নির্বাচনে রবিবার নির্বাচন কমিশন শোকজ নোটিশ পাঠাল তিন মহারথী বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং আরজেডি চিফ লালুপ্রসাদ যাদব এবং জেডিইউ মুখ্য শরদ যাদবকে।
ওয়েব ডেস্ক: বিহার নির্বাচনে রবিবার নির্বাচন কমিশন শোকজ নোটিশ পাঠাল তিন মহারথী বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং আরজেডি চিফ লালুপ্রসাদ যাদব এবং জেডিইউ মুখ্য শরদ যাদবকে।
নির্বাচনী বিধিভঙ্গ করে কথা বলার জন্যই তাঁদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠান হয়েছে।
মাত্র কদিন আগেই বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, '' ''বিজেপি যদি বিহারের নির্বাচনে হারে তাহলে বাজি পুড়বে পাকিস্তানে।'' এই বক্তব্যের জন্যই তাঁকে শোকজ নোটিস পাঠান হয়েছে।
অন্যদিকে ২৯ অক্টোবর মধুবনীর বেনিপট্টিতে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, ''ওদের প্ল্যান বি কী? এক ভারতীয়র সঙ্গে, আর এক ভারতীয়কে লড়িয়ে দেওয়া? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা যেখানেই নির্বাচন হয়, সেখানেই গিয়ে হাজির হয় বিজেপির সৈন্যদল। আর গুন্ডামি করে। হিন্দু আর মুসলমানের মধ্যে বিবাদ পাকায়।'' রাহুল গান্ধীকে এই জন্যই শোকজ করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে অমিত শাহ এবং রাহুল গান্ধী দুজনকেই ৪ নভেম্বর দুপুর তিনটের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।