SBI গ্রাহকদের জন্য বড় খবর!

SBI গ্রাহকদের জন্য বড় খবর। ফের বদল SBI-এর টাকা তোলার নিয়মে। SBI থেকে টাকা তুলতে গেলে, এখন থেকে ৫০ টাকার বেশি সার্ভিস চার্জ দিতে হবে। রিভিশন, অ্যাডিশন ও মোডিফিকেশনের পর নয়া সার্ভিস চার্জ চালু হচ্ছে চলতি বছরের ১ জুন থেকেই।

Updated By: May 11, 2017, 05:23 PM IST
SBI গ্রাহকদের জন্য বড় খবর!

ওয়েব ডেস্ক : SBI গ্রাহকদের জন্য বড় খবর। ফের বদল SBI-এর টাকা তোলার নিয়মে। SBI থেকে টাকা তুলতে গেলে, এখন থেকে ৫০ টাকার বেশি সার্ভিস চার্জ দিতে হবে। রিভিশন, অ্যাডিশন ও মোডিফিকেশনের পর নয়া সার্ভিস চার্জ চালু হচ্ছে চলতি বছরের ১ জুন থেকেই।

একটি নতুন সার্কুলার জারি করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের ক্যাশ কাউন্টার ও ATM মিলিয়ে মাসে মোট ৪ বার বিনামূল্যে টাকা তোলা যাবে। শুধু ATM-এর ক্ষেত্রেও ৪ বার পর্যন্ত লেনদেন বিনামূল্যে। ৪ বারের পর থেকেই চার্জ লাগবে। একইসঙ্গে পুরনো ও ছেঁড়াফাটা নোট বদলের ক্ষেত্রেও সার্ভিস চার্জে বদল আনা হচ্ছে।

এখন জেনে নেওয়া যাক, ৪ বারের পর টাকা লেনদেনের ক্ষেত্রে কত চার্জ পড়বে?
ব্রাঞ্চে প্রতি লেনদেনের জন্য ৫০ টাকা ও সার্ভিস ট্যাক্স
অন্য ব্যাঙ্কের ATM-এ লেনদেন পিছু ২০ টাকা ও সার্ভিস ট্যাক্স
SBI ATM-এ লেনদেন পিছু ১০ টাকা ও সার্ভিস ট্যাক্স

পুরনো ও ছেঁড়াফাটা নোট বদলের ক্ষেত্রে সার্ভিস চার্জ-
২০টি নোট ও ৫০০০ টাকা পর্যন্ত কোনও সার্ভিস চার্জ লাগবে না
২০টির বেশি নোট বা ৫০০০ টাকার বেশি বদলের ক্ষেত্রে নোট পিছু ২ টাকা করে লাগবে, সঙ্গে সার্ভিস ট্যাক্স
৫০০০ টাকার বেশি মূল্যের নোট বদলের ক্ষেত্রে নোটপিছু ২ টাকা বা প্রতি ১০০০ টাকায় ৫ টাকা করে (যার পরিমাণ বেশি হবে), সঙ্গে সার্ভিস ট্যাক্স

সার্ভিস চার্জ বদলাচ্ছে নতুন চেকবুক ইস্যুর ক্ষেত্রেও-
১০ পাতার চেকবুক- ৩০ টাকা + ST
২৫ পাতার চেকবুক- ৭৫ টাকা+ ST
৫০ পাতার চেকবুক- ১৫০ টাকা + ST

আরও পড়ুন, পিছনে দাউ দাউ করে জ্বলছে বাড়ি, সেলফি তুললেন বিধায়ক!

.