Shivraj Singh Chouhan | Kamal Nath: 'মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নেই আমি', এরপরেই কমলনাথের ছিন্দওয়াড়ায় শিবরাজ

চৌহানের ভিডিয়ো বার্তাটি তখন এসেছে যখন সমস্ত চোখ দিল্লির দিকে। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রীদের নামের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এই সময়ে মুখ্যমন্ত্রী ছিন্দওয়াড়া যেতে চান।

Updated By: Dec 6, 2023, 12:11 PM IST
Shivraj Singh Chouhan | Kamal Nath: 'মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নেই আমি', এরপরেই কমলনাথের ছিন্দওয়াড়ায় শিবরাজ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশে বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে ক্রমাগত অস্থিরতার মধ্যে, শিবরাজ সিং চৌহান মঙ্গলবার বলেছেন যে তিনি শীর্ষ পদের জন্য দৌড়ে নেই। জানা গিয়েছে যে তিনি সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন যে বুধবার তিনি কংগ্রেস নেতা কমলনাথের ঘাঁটি ছিন্দওয়াড়ায় যাবেন। এর আগে মঙ্গলবার এক ভিডিয়ো বার্তায় তিনি বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বীতায় নেই।

আরও পড়ুন: Cyclone Michaung| IAF: মিগজাউমের দাপটে চেন্নাইয়ে বহু জায়গা বিদ্যুত্ বিচ্ছিন্ন, ত্রাণ বিলি শুরু করল বায়ুসেনা

ভিডিয়ো বার্তায় শিবরাজ সিং চৌহান বলেছেন, 'আমি একজন কর্মী, দল যখনই আমাকে কাজ দিয়েছে, আমি সম্পূর্ণ সত্যতা, সততা এবং আমার যতটা শক্তি ছিল তা দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আমি আগেও মুখ্যমন্ত্রীর পদের প্রতিদ্বন্দ্বী ছিলাম না এবং আজও নই। একজন কর্মী হিসেবে ভারতীয় জনতা পার্টি আমাকে যে কাজই দেয় না কেন, আমি সর্বদা আমার সমস্ত শক্তি, সামর্থ্য এবং সত্যতা দিয়ে নিবেদিতপ্রাণ মনোভাব নিয়ে কাজ করব। মোদীজি আমাদের নেতা এবং তাঁর সঙ্গে কাজ করে আমরা সবসময় গর্বিত ও খুশি হয়েছি’।

দিল্লি নয় ছিন্দওয়াড়া যাবেন কমলনাথ

চৌহানের ভিডিয়ো বার্তাটি তখন এসেছে যখন সমস্ত চোখ দিল্লির দিকে। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রীদের নামের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এই সময়ে মুখ্যমন্ত্রী ছিন্দওয়াড়া যেতে চান।

আরও পড়ুন: Kolkata: দুনিয়ার সেরা ২৪ উদীয়মান টেক হাবের তালিকায় কলকাতা, রয়েছে ভারতের আর মাত্র একটি শহর

জানা গিয়েছে, মঙ্গলবার চৌহান সংবাদমাধ্যমকে বলেছিলেন যে তিনি ছিন্দওয়াড়া যেতে চান। তিনি বললেন, 'আমি দিল্লি যাব না। আগামীকাল আমি ছিন্দওয়াড়া যাচ্ছি, যেখানে আমরা সাতটি বিধানসভা আসনের একটিও জিততে পারিনি। আমার অঙ্গীকার হল বিজেপি ২৯টি লোকসভা আসনের সবকটি জিতুক এবং মোট জয়ের ২৯টি পদ্ম ফুলের মালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিকে দেওয়া হবে, যাতে তিনি আবারও প্রধানমন্ত্রী হতে পারেন। আমার পরবর্তী লক্ষ্য রাজ্যের ২৯টি লোকসভা আসন জেতা’।

ছিন্দওয়াড়া কংগ্রেস নেতা কমলনাথের দুর্গ হিসাবে বিবেচিত হয়। ১৯৮০ সালে, কমলনাথ প্রথমবার মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর থেকে তিনি এই আসন থেকে নয়বার এমপি নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনে তাঁর ছেলে নকুল নাথ এই লোকসভা আসনে জিতেছিলেন।

এবারেও বদল হয়নি এখানে। এই বিধানসভা নির্বাচনে কমলনাথ ছিন্দওয়াড়া বিধানসভা আসন থেকে জিতেছেন। টানা দ্বিতীয়বার এই আসন থেকে বিধায়ক হয়েছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.