এবার প্রকাশ্যেই বিজেপি বিরোধিতায় নামছে শিবসেনা!

শিবসেনা ভোটদানে বিরত থাকার ফলে এনডিএর কোনও ক্ষতি না হলেও দুই শিবিরের মধ্যেকার অদৃশ্য দেওয়ালটা আরও উুঁচু হয়ে গেল

Updated By: Jul 22, 2018, 06:51 PM IST
এবার প্রকাশ্যেই বিজেপি বিরোধিতায় নামছে শিবসেনা!

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশ না নিয়েই একটা বার্তা দিয়েছিল শিবসেনা। এবার তা আরও সাফ হয়ে গেল। উদ্ধব ঠাকরে জানিয়ে দিলেন, শিবসেনার কাঁধে বন্দুক রেখে কাউকে গুলি চালাতে দেওয়া হবে না। অর্থাৎ ইস্যুভিত্তিক মোদী সরকারের বিরোধীতা করবে শিবসেনা।

রবিবার প্রকাশিত হয়েছে উদ্ধব ঠাকরের সাক্ষাতকারের একটি টিজার। সেখানে ঠাকরে জানিয়ে দিয়েছেন, একসময় বিজেপিকে খোলাখুলি সমর্থন করেছে শিবসেনা। এবার বিরোধিতাও করা হবে প্রকাশ্যে। উল্লেখ্য, অনাস্থা ভোটে দলের ১৮ সাংসদকে ভোটদানে বিরত থাকার নির্দেশ দেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন-উলটো রথে ধুমধাম রাজ্যজুড়ে

শিবসেনা ভোটদানে বিরত থাকার ফলে এনডিএর কোনও ক্ষতি না হলেও দুই শিবিরের মধ্যেকার অদৃশ্য দেওয়ালটা আরও উুঁচু হয়ে গেল। শিবসেনার সঙ্গে বিজেপির খারাপ হতে থাকা সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-বিছানায় মিলল বাবা-মায়ের রক্তাক্ত দেহ, পাশে ঘুমাচ্ছে ২ সন্তান

সেনা সূত্রে খবর শুক্রবার ভোটাভুটিতে সরকারকে সমর্থন দেওয়া জন্য সেনাপ্রধানকে ফোন করেন খোদ অমিত শাহ। কিন্তু সেই অনুরোধ রাখতে অস্বীকার করে সেনা।

.