মহারাষ্ট্রে বিরোধী আসনে শিবসেনা, সমঝোতার সম্ভাবনাও ছাড়ছে না উদ্ধব ঠাকরের দল

মহারাষ্ট্রে বিরোধী আসনেই বসতে চলেছে শিবসেনা। গতকাল এই মর্মে বিধানসভার সচিবকে চিঠিও পাঠিয়ে দিয়েছে তারা। তবে, মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে এখনও হাল ছাড়ছে না তারা।

Updated By: Nov 11, 2014, 08:44 AM IST
মহারাষ্ট্রে বিরোধী আসনে শিবসেনা, সমঝোতার সম্ভাবনাও ছাড়ছে না উদ্ধব ঠাকরের দল

মুম্বই: মহারাষ্ট্রে বিরোধী আসনেই বসতে চলেছে শিবসেনা। গতকাল এই মর্মে বিধানসভার সচিবকে চিঠিও পাঠিয়ে দিয়েছে তারা। তবে, মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে এখনও হাল ছাড়ছে না তারা।

NCPর সমর্থন না নিলে বিজেপির পাশে দাঁড়াতে যে তারা তৈরি ঠারেঠোরে তা বুঝিয়ে দিয়েছেন উদ্ধব ঠাকরেরা। দিল্লির অপমান হজম করেও এখনই মহারাষ্ট্রের মাটিতে বিজেপির বিরুদ্ধে অলআউটে যাচ্ছে না শিবসেনা।

আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভায় পছন্দের সদস্যপদ পেলে আর বিরোধী আসনে বসবে না বলেও ইঙ্গিত দিয়েছে তারা।

গতকালই বাইরে থেকে সমর্থনে নিজেদের সম্মতির কথা জানিয়েছে NCP.

এই পরিস্থিতিতে শিবসেনাকে আর তেমন গুরুত্বই দিতে চাইছে না বিজেপি। তাই পিচ্ছিল জমিতে দাঁড়িয়েও মহারাষ্ট্রের মাটিতে দর কষাকষির পথ থেকে এখনই সরছেন না উদ্ধব ঠাকরেরা।

.