Sharad Power: ইস্তফা ফিরিয়ে ফের চমক শরদ পাওয়ারের, জিইয়ে রাখলেন রহস্য

Sharad Power:আজ প্রফুল্ল প্যাটেল বলেন, আজ বিশেষ কমিটি একযোগে একটি সিদ্ধান্ত নিয়েছে। সেটি হল শরদজির ইস্তফা গ্রহণ করা হবে না। তাঁকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন এনসিপির সভাপতির পদেই থেকে যান।

Updated By: May 5, 2023, 07:24 PM IST
Sharad Power: ইস্তফা ফিরিয়ে ফের চমক শরদ পাওয়ারের, জিইয়ে রাখলেন রহস্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের রাজনীতিতে শোরগোল তুলে গত মঙ্গলবার এনসিপি প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শরদ পাওয়ার। মারাঠা মুলুকের প্রভাবশালী ওই নেতার ইস্তফায় তোলপাড় শুরু হয়ে যায় দলে। বাধ্য হয়েই শরদ পাওয়ারের ওই ঘোষণা নিয়ে একটি কমিটি গঠন করা হয়।  সেই কমিটি পাওয়ারের ওই ইস্তফা গ্রহণ করেনি। তারপরেই আজ তার ইস্তফা প্রত্যাহার করে নিলেন শরদ পাওয়ার।

আরও পড়ুন-বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে ঘূর্ণিঝড় মোকা, পূর্ব উপকূলের ৪ রাজ্যে সতর্কতা মৌসম ভবনের

শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে শরদ পাওয়ার বলেন, আমার ওই সিদ্ধান্ত ঘোষণার পর দলের কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গিয়েছে। আমরা শুভাকাঙ্খীরা অনুরোধ করেন যাতে আমি আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করি। আমার সমর্থক, মহারাষ্ট্র ও দেশের বহু রাজনীতিবিদ আমাকে আমার সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন। সেইসব কথা মাথায় রেখেই আমি এনসিপির সভাপতির পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছি। সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করলেও একটা 'কিন্তু' রেখে দিয়েছেন শরদ পাওয়ার। এদিন তিনি বলেন, ইস্তফা ফিরিয়ে নিলেও এনসিপির সভাপতির পদে থাকব কিনা তা ঠিক করার জন্য কিছুদিন সময় লাগবে। 

উল্লেখ্য, ইস্তফা দেওয়ার পর অজিত পাওয়ারদের কোর্টে বল ঠেলে দেন শরদ পাওয়ার। সভাপতির পদ থেকে নতুন সভাপতি নির্বচনের জন্য একটি কমিটি গঠন করে দেন। সেখানে রাখেন ভাইপো অজিত পাওয়ার, সুপ্রিম সুলে, প্রফুল্ল প্যাটেল ও ছগন ভুবল। সেই কমিটি আজ তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে যে শরদ পাওয়ারের ইস্তফা গ্রহণ করা যাবে না। 

আজ প্রফুল্ল প্যাটেল বলেন, আজ বিশেষ কমিটি একযোগে একটি সিদ্ধান্ত নিয়েছে। সেটি হল শরদজির ইস্তফা গ্রহণ করা হবে না। তাঁকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন এনসিপির সভাপতির পদেই থেকে যান।

মনে করিয়ে দেওয়া যেতে পারে অজিত পাওয়ার ও প্রফুল্ল প্যাটেলকে ঘিরে দলে জোর জল্পনা তৈরি হয়েছে। তাদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা চাপ বাড়িয়েছে দলের উপরে। জল্পনা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে অজিত পাওয়ার বিজেপিতে যোগ দিতে পারেন এমনও কথা উঠেছিল। তবে শরদ পাওয়ারের ইস্তফার পরই অজিত পাওয়ার বিবৃতি দেন, তিনি এনসিপিতেই আছেন ও থাকবেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.