নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন মিলন ধর্ষণ, ঐতিহাসিক 'সুপ্রিম' রায়
Updated By: Oct 11, 2017, 12:18 PM IST
ওয়েব ডেস্ক: নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন মিলন ধর্ষণ হিসাবেই গণ্য হবে। বুধবার এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ১৫ থেকে ১৮ বছর বয়সি স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হওয়া ধর্ষণের সামিল। অতএব, তা মারাত্মক অপরাধ হিসাবেই গণ্য হবে। উল্লেখ, ভারতের সংবিধানের ৩৭৫ ধারা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সি স্ত্রীর সঙ্গে তার সম্মতিতে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এই বিষয়টির উপরই সম্প্রতি শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তাতে প্রশ্ন তোলা হয়, যেখানে ভারতে ১৮ বছরকে প্রাপ্ত বয়স হিসাবে গণ্য করা হয়, সেই দেশে কীভাবে তার কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হওয়াকে মান্যতা দেয় সংবিধান? এই মর্মে শীর্ষ আদালতে একটি পিটিশন জমা পড়ে। এরই ভিত্তিতে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি মজন বি লকুর ও দীপক গুপ্তা এই ঐতিহাসিক রায় দিলেন।