হায়দরাবাদ বিস্ফোরণের ব্রেকিং নিউজ-- টাইম লাইন

বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদ। অন্ধ্রপ্রদেশের রাজধানী শহরের দিলসুখ নগর এলাকার বাসস্ট্যান্ডে দু'দুটি বিস্ফোরণ হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত সেই বিস্ফোরণের খবর এক নজরে টাইমলাইনে--

Updated By: Feb 21, 2013, 09:21 PM IST

বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদ। অন্ধ্রপ্রদেশের রাজধানী শহরের দিলসুখ নগর এলাকার বাসস্ট্যান্ডে দু'দুটি বিস্ফোরণ হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত
সেই বিস্ফোরণের খবর এক নজরে টাইমলাইনে--
রাজ্যসরকার আহতদের ৫০ হাজার থেকে ১লক্ষ টাকা ও মৃতদের পরিবার পিছু ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করছে।
শিন্ডে জানান কেন্দ্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
কালকের অবস্থান থেকে বেশ কিছুটা সরে এসে শিন্ডে জানান এতবড় নাশকতার নির্দিষ্ট কোন তথ্য সরকারের কাছে ছিল না। সাধারণ সতর্কতা জারি করা হয়েছিল দেশের শহর গুলিতে।
আজ সকালে হায়দরাবাদ গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্ডে। কলকাতায় কড়া নজরদারি চলছে। শহরের রাস্তায় রাস্তায় গাড়ি পরীক্ষা করে দেখা হচ্ছে। শিয়ালদহ, হাওড়া স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
রাত ১০.৩০টা-- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্ডে এবার অনেকটা সংযত মন্তব্য করলেন। ধরা পড়ল কেন্দ্র-রাজ্য সম্বন্বয়ের অভাব।
রাত ১০.২০টা-- সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে।
রাত ১০.১০টা-- মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অকেজো হয়ে গেছে গোটা হায়দরাবাদে।
রাত ১০টা-- সন্ত্রাসাবাদী ঘটনার কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রকের। জানানো হল আগেই অন্ধ্রপ্রদেশ সরকারকে সতর্ক করা হয়েছিল।
রাত ৯.৪৫টা-- এনএসজি দল হায়দরাদবাদে পৌঁছে গেল
রাত ৯.৩০টা-- বিস্ফোরণের দাগ বাইশ গজে-- নিরপত্তার অজুহাতে হায়দরাবাদে টেস্ট খেলতে রাজি নয় অস্ট্রেলিয়া। অনিশ্চিত হায়দরাবাদ টেস্ট। দশ দিন পর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হওয়ার কথা।
রাত ৯.১৫টা-- প্রশাসনের তরফ থেকে দেওয়া হল বিশেষ হেল্পলাইন নম্বর---
নম্বরটি হল-- ০৪০-২৭৮৫৪৭৭১ (040-27854771)/ ৯৩৯১৩৫১৫৪৩
রাত ৯টা-- বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা প্রধানমন্ত্রীর। বললেন কাপুরুষোচিত হামলা। ঘটনার সঙ্গে জড়িত দোষীরা সবাই শাস্তি পাবে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিস্ফোরণে মৃতদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা। ঘটনার নিন্দায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বিবৃতিতে জানালেন কাপুরুষোচিত কাজ। তীব্র সমালোচনা সোনিয়া গান্ধী, রাজনাথ সিংদের
মোটরসাইকেলে রাখা ছিল বিস্ফোরক। এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান

রাত ৯টা-- প্রধানমন্ত্রীর ঘোষণা, বিস্ফোরণে আহতদের ৫০ হাজার, মৃতদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সঙ্গে বিবৃতি দিয়ে মনমোহন সিং জানালেন, ঘটনার সঙ্গে জড়িত দোষিরা সবাই শাস্তি পাবে।
রাত ৮.৩০টা-- হায়দরাবাদের উদ্দেশ্যে উড়ে গেল এনএসজি দল

নির্দিষ্ট কোনও তথ্য না থাকলেও জঙ্গি হামলা হতে পারে বলে খবর ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। অন্যান্য রাজ্যের মতো অন্ধ্রপ্রদেশ সরকারকেও সে কথা জানানো হয়েছিল। হায়দরাবাদে ধারাবাহিক বিস্ফোরণের পর এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে।
বিস্ফোরণের কড়া নিন্দা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারি।
রাত ৮.১৫টা-- ঘটনাস্থলে পৌঁছলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি
রাত ৮.২৬টা-- দিলসুখনগর বাসস্ট্যান্ড, কোনার্ক থিয়েটার ও ভেঙ্কট আপটে থিয়েটারের সামনে বিস্ফোরণ তিনটি হয় বলে জানানো হল
রাত ৮.১৬টা-- মৃতের সংখ্যা ১৮ গিয়ে দাঁড়াল
রাত ৮.১৪টা-- দেশের সব বড় শহরে কড়া সতর্কতা জারি করা হল
রাত ৮.০০টা-- বিস্ফোরণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকে জরুরী বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর গোটা ঘটনায় সন্দেহের তির ইন্ডিয়ান মুজাহিদিনের দিকে।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
সন্ধ্যা ৭.৪৫টা-- স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হল, দিলসুখনগরের এক বাসস্ট্যান্ডে জোড়া বিস্ফোরণ ঘটেছে। তাতে সাত জনের মৃত্যু হয়েছে।
সন্ধ্যা ৭.৩০টা-- ঘটনাস্থলে প্রচুর ক্ষয়ক্ষতি। সাধারণ মানুষ নেমে পড়ল উদ্ধারকার্যে।
প্রথম বিস্ফোরণের পাঁচমিনিট পর দ্বিতীয় বিস্ফোরণটি হয়। 
সন্ধ্যা ৭.০১টা-- হায়দরাবাদে দিলসুখনগর কেঁপে উঠল প্রচণ্ড বিস্ফোরণে


.