বাবা তিহাড় জেলে বন্দি, মেয়ে সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম
বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য জেলবন্দি সাবির শাহ
নিজস্ব প্রতিবেদন: বাবা তিহাড় জেলে বন্দি। মেয়ে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম।
এবার সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যকে চমকে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের সামা সাবির শাহ। আথওয়াজনের দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া সামা ৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন। রাজ্যে প্রথম সামার আরও একটি পরিচয় হল তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহর মেয়ে। সাবির বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি।
অারও পড়ুন-সিবিএসই-র দ্বাদশের ফলে ছাত্রীদের আধিপত্য, প্রথমস্থানে মেঘনা শ্রীবাস্তব
সামার স্কুলের প্রো-ভাইস চেয়ারম্যান বিজয় ধর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, স্কুল পাশের হার ৯৯.৫ শতাংশ। স্কুলের ১৬০ জন এবার ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।
আরও পড়ুন-"বাংলা ভাগ হতে পারে, ভাগ হয় না রবীন্দ্র-নজরুল", বললেন হাসিনা
উল্লেখ্য, শনিবার সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। সবে মিলিয়ে পাশের হার ৮৩.১ শতাংশ। ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম হয়েছেন গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব। পাশের হারে এবার ছেলেদের পেছনে ফেলে দিয়েছে মেয়েরা।