২০১৪ সালের 'গঙ্গাপুত্র' মোদী এবার জগন্নাথের শরণে?

এবার পশ্চিম ও উত্তর ভারত ছেড়ে পূর্ব ও উত্তর-পূর্বের দিকে নজর দিয়েছে বিজেপি।

Updated By: May 26, 2018, 05:47 PM IST
 ২০১৪ সালের 'গঙ্গাপুত্র' মোদী এবার জগন্নাথের শরণে?

নিজস্ব প্রতিবেদন: ২০১৪ সালে 'গঙ্গা মা'-এর ডাকে সাড়া দিয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলে জল্পনা, আগামী লোকসভায় জগন্নাথধাম পুরী থেকে প্রার্থী হতে পারেন প্রধানমন্ত্রী। এদিন চারবছর পূর্তির অনুষ্ঠানের উজ্জাপন ওডিশার কটক থেকে শুরু করেন নরেন্দ্র মোদী। ফলে জল্পনা আরও তীব্র হয়েছে।    

২০১৪ সালে গুজরাটে ভাদোদরা ও বারাণসী থেকে লড়াই করেছিলেন নরেন্দ্র মোদী। দুটি আসনেই জয়লাভ করেন তিনি। পরে ভাদোদরা আসনটি ছেড়ে দেন। এবার বারাণসীর পাশাপাশি পুরী থেকে প্রার্থী হতে পারেন নরেন্দ্র মোদী। তবে দুটি আসনেই জিতলে কোন আসনটি ছেড়ে দেবেন, তা জানা যায়নি। 

শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে জেতাতে পুরীতে ইতিমধ্যেই জমি তৈরির কাজ শুরু করে দিয়েছে বিজেপি। বর্তমানে পুরী লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেডির পিনাকী মিশ্র। 

২০১৪ সালে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশকে নিশানা করেছিলেন মোদী-শাহ। সে জন্য প্রাচীণ নগরী বারাণসীর প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী। তার ফলও মিলেছিল হাতনাতে। সত্তরের বেশি আসন পেয়েছিল গেরুয়া শিবির। রেকর্ড ভোটে বারাণসীতে জিতেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু এবার পশ্চিম ও উত্তর ভারত ছেড়ে পূর্ব ও উত্তর-পূর্বের দিকে নজর দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, পশ্চিম ও উত্তর ভারতে আর আসন বাড়ানো সম্ভব নয়। তাছাড়া বিরোধীরা একজোট হলে অনেক নিশ্চিত আসনও হাতছাড়া হতে পারে। সে জন্যই ওডিশা থেকে প্রার্থী হতে পারেন মোদী। মহাদেবের পর এবার জগন্নাথের ভরসায় ভোট বৈতরণী পার হতে চাইছেন নমো।  

আরও পড়ুন- যোগীকে জুতোপেটা করব ভেবেছিলাম: উদ্ধব ঠাকরে

.