পঞ্চমীতে সেন্স হারাল সেনসেক্স, নিফটিও পড়ল মুখ থুবড়ে

Updated By: Sep 25, 2017, 12:38 PM IST
পঞ্চমীতে সেন্স হারাল সেনসেক্স, নিফটিও পড়ল মুখ থুবড়ে

নিজস্ব প্রতিবেদন: মার্কেটের পতন অব্যাহত। পুজোর মুখে যেভাবে শেয়ার বাজার নিম্নমুখী হতে চলেছে, তা দুশ্চিন্তা বাড়াল বিনিয়োগকারীদের। পঞ্চমীর সকালে বাজার খুলতেই এক ধাক্কায় ৩০০ পয়েন্ট সেনসেক্সের পতন হয়। নিফটিও ১০০ পয়েন্টের কাছাকাছি পড়ে। অটো, তথ্য প্রযুক্তি, টেলকম, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ব্যাঙ্ক সেক্টরগুলি এ দিন বেশ দুর্বল দেখা গিয়েছে।

আরও পড়ুন- জন্মের ৬ মিনিটের মধ্যেই আধার নম্বর পেল শিশু

গত সপ্তাহে যেখানে নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, সেখান থেকে ১০ হাজার বেড়া ভেঙে নীচে নামার কারণ  প্রফিট বুকিং করছেন বিনিয়োগকারীরা, মত  বিশেষজ্ঞদের। এমনকী বিদেশি বিনিয়োগকারীরা মার্কেট থেকে প্রায় ৫,৫০০ কোটি টাকা তুলে নেন। এছাড়াও বিমুদ্রাকরণ, জিএসটি পদক্ষেপ করার পর দেশের আয় ৭.৩ শতাংশ থেকে নেমে এসেছে ৬.৭ শতাংশ। যেখানে চিন সামান্য হলেও ০.২ শতাংশ বাড়িয়ে ৬.৮ শতাংশ পৌঁছেছে।

আরও পড়ুন- 'মন কি বাত' অনুষ্ঠানে কাশ্মীরের বিলাল দারের প্রশংসা করলেন মোদী 

.