SEBI: সেবির নতুন এক নিয়োগ নিয়ে আপত্তি তুলেছেন সংস্থার আধিকারিকরাই!
SEBI: সেবির কর্মীদের যুক্তি তাদের মধ্যে থেকেই ওই পদে কাউকে বেছে নেওয়া হোক। মাধবী পুরি পুচের স্বামীর সঙ্গে শিখার যোগাযোগ থাকতে পারে বলেও অনেকে প্রশ্ন তুলেছেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচের বিরুদ্ধে চাঞ্চল্যকর কিছু অভিযোগ উঠেছিল। সেইসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন মাধবী। এর মধ্যেই সেবি আরও এক আধিকারিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। হিন্দুস্থান লিভারের প্রাক্তন আধিকারিক শিখা গুপ্তাকে সম্ভবত সেবির একজিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হতে পারে। এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন-বীভত্স বেলঘড়িয়া, ভরসন্ধেয় প্রকাশ্য রাস্তায় মহিলাকে জ্যান্ত জ্বালাল স্বামী
জানা যাচ্ছে সেবির একাধিক আধিকারিক ও কর্মী শিখার নিয়োগ নিয়ে আপত্তি তুলেছেন। সেবির অনেকেই এনিয়ে ক্ষুব্ধ বলে খবর। সেবির কর্মীদের যুক্তি তাদের মধ্যে থেকেই ওই পদে কাউকে বেছে নেওয়া হোক। মাধবী পুরি পুচের স্বামীর সঙ্গে শিখার যোগাযোগ থাকতে পারে বলেও অনেকে প্রশ্ন তুলেছেন। কারণ মাধবীর স্বামী ধবল বুচ বহুদিন নামী বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন।
উল্লেখ্য, এই প্রথম যে এরকম প্রশ্ন উঠল তেমন নয়। ২০২২ সালে সেবির একজিকিউটিভ ডিরেক্টর হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রমোদ রাও নাম উঠে এসেছিল। মাধবী পুরি বুচ এই আইসিআইসিআই ব্যাঙ্কেই তাঁর কেরিয়ারের বেশিরভাগ সময় চাকরি করেছেন। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ মাধবীকে নিয়ে প্রশ্ন তুলেছিল।
অন্য এক ঘটনায় সেবি গত ৪ সেপ্টেম্বর ৪টি প্রেস বিবৃতি তুলে নেয়। সেখানে বলা হয়েছিল সেবিতে অপেশাদার ওয়ার্ক কালচারের প্রতিবাদ করতে সেবির অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেবি অবস্য স্বীকার করেছিল গত ৩৬ বছর ধরে সেবিকে গড়ে তোলার পেছনে তার কর্মীরা প্রচুর পরিশ্রম করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)