Scientist Suicide: দিল্লিতে সাততলা থেকে ঝাঁপ দিয়ে 'আত্মঘাতী' তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞানী

পশ্চিম দিল্লির বাসিন্দা ওই বিজ্ঞানীর নাম রাকেশ মল্লিক। সোমবার তাঁর মৃতদেহ মেলে শাস্ত্রী ভবনের ২ নম্বর গেটে

Updated By: May 23, 2022, 08:42 PM IST
Scientist Suicide: দিল্লিতে সাততলা থেকে ঝাঁপ দিয়ে 'আত্মঘাতী' তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞানী

নিজস্ব প্রতিবেদন: দিল্লির শাস্ত্রী ভবনের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে 'আত্মঘাতী' হলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের এক বিজ্ঞানী। দিল্লি পুলিস সূত্রে এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা। আপাতত এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

পশ্চিম দিল্লির বাসিন্দা ওই বিজ্ঞানীর নাম রাকেশ মল্লিক(৫৫)। সোমবার তাঁর মৃতদেহ মেলে শাস্ত্রী ভবনের ২ নম্বর গেটে। প্রসঙ্গত, শাস্ত্রী ভবনে রয়েছে কেন্দ্রীয় সরকারের একাধিক দফতর।

দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার সংবাদমাধ্যমে জানিয়েছেন, শাস্ত্রী ভবন থেকে একজনের ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যু ওই ব্যক্তির নাম রাকেশ মল্লিক। পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিস এনিয়ে তদন্তে নেমেছে।

আরও পড়ুন-'মদনদা চা-সিঙ্গারা খেতে ডেকেছেন', Zee ২৪ ঘণ্টায় ঠিকানা ফাঁস করলেন অর্জুন সিং

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.